Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Calcutta University

খাতা হারানো-কাণ্ডে উত্তর সাত দিনে, জানাল বিশ্ববিদ্যালয়

এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেশ কিছু কলেজে বিভিন্ন স্নাতকোত্তর পাঠক্রম পড়ানো হয়।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৮:০৬
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা প্রথম সিমেস্টারের পরীক্ষার ১২০টি খাতা হারানোর বিষয়ে জানতে চেয়ে উচ্চশিক্ষা দফতর থেকে চিঠি দেওয়া হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বুধবার অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানান, তাঁরা সাতটি কর্মদিবসের মধ্যে এর উত্তর দেবেন। এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেশ কিছু কলেজে বিভিন্ন স্নাতকোত্তর পাঠক্রম পড়ানো হয়। সূত্রের খবর, কিছু খাতা পরীক্ষকের কাছে থাকার সময়ে পুড়ে গিয়েছে। অন্য ক্ষেত্রে খাতা জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও তা জমা পড়েনি।

অন্তর্বর্তী উপাচার্য বলেন, ‘‘আমরা কী পদক্ষেপ করছি, তা জানতে চেয়েছে উচ্চশিক্ষা দফতর। সাতটি কর্মদিবসের মধ্যে আমরা তা জানিয়ে দেব।’’ সিদ্ধান্ত হয়েছে, যে ক্ষেত্রে নম্বর আপলোড হয়েছে, সে ক্ষেত্রে পরীক্ষার্থী ওই নম্বর নিতে সম্মত হতে পারেন। কিন্তু তিনি রিভিউয়ের আবেদন করতে পারবেন না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থী যে পত্রে সর্বাধিক নম্বর পাবেন, সেই নম্বরই তিনি হারিয়ে যাওয়া পত্রে পেয়েছেন বলে ধরা হবে। তাতেও সেই পরীক্ষার্থী রাজি না হলে তাঁকে আবার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে।

শান্তা আরও জানান, একটি খাতার ক্ষেত্রে দেখা গিয়েছে, টপশিটে সেটির উল্লেখ থাকলেও ভিতরে খাতা নেই। এই ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে, সেই বিষয়ে একটি কমিটি গড়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খবর, এর মধ্যে ফল প্রকাশ করা হবে। তার পরে এই খাতাগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, কাউকে যদি সব পত্রের মধ্যে সর্বাধিক প্রাপ্ত নম্বর নিতে বলা হয়, তার আগে ফল প্রকাশ করা জরুরি।

অন্য বিষয়গুলি:

Calcutta University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE