অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।
শিল্পোদ্যোগ এবং ডিজিটাল বিপণন থেকে ব্যবসা বিশ্লেষণ ও ওষুধ প্রস্তুতি সংক্রান্ত ব্যবস্থাপনা- ব্যবসা নিয়ে পড়াশোনার ক্ষেত্রে একগুচ্ছ নতুন কোর্স শুরু হল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে।
এই প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট এবং স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড কমার্স সংযুক্ত হয়ে তৈরি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স আগামী শিক্ষাবর্ষেই নিয়ে আসছে তিনটি বিবিএ এবং তিনটি এমবিএ প্রোগ্র্যাম মিলিয়ে মোট ছ’টি নতুন কোর্স।
স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর ডিন নবীন দাস বলেন, “বাণিজ্য, ব্যবসা এবং অর্থনীতি এক দিকে যেমন একে অন্যের উপরে নির্ভরশীল, তেমনই তিনে মিলে পড়ুয়াদের ভাবনার পরিসর বাড়িয়ে দেবে অনেকখানি। পেশাদার জগতে পৌঁছে তিনটি ক্ষেত্র সংযুক্তও হবে একে অন্যের সঙ্গে।”
আরও পড়ুন: জলে ডুবে রুবিক'স কিউব সলভ করার নতুন বিশ্বরেকর্ড চেন্নাইয়ের যুবকের
নতুন কোর্সগুলির মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং-এ বিবিএ এবং ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টে এমবিএ। শিল্পোদ্যোগ ও পারিবারিক ব্যবসা বিষয়ে বিবিএ করার সুযোগ থাকছে এশিয়ান ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজড বিজনেস (এআইএফএমবি)-এর সঙ্গে যৌথ উদ্যোগে। লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে বিবিএ কোর্সটির ক্ষেত্রে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চুক্তি রয়েছে সেফএডুকেট-এর সঙ্গে। পাশাপাশি, স্যাস(এসএএস)ইন্ডিয়া-র সহযোগিতায় বিজনেস অ্যানালেটিকসে এমবিএ কোর্সের সুযোগ রয়েছে।
এই কোর্সগুলিতে ভর্তি হতে হলে ম্যাট, ক্যাট, জ্যাট বা অ্যাডামাস-এর নিজস্ব এন্ট্র্যান্স পরীক্ষা এইউএটি-তে উত্তীর্ণ হয়ে বসতে হবে ইন্টারভিউয়ে।
বিবিএ এবং ডুয়াল এমবিএ-র যে কোর্সগুলি এতদিন পড়ানো হতো, সেগুলিও থাকছে একই ভাবে। এর পাশাপাশি, ইকোনমিক্স এবং কমার্সে স্নাতক স্তরের কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স এবং একটি সার্টিফিকেট কোর্সও রয়েছে তালিকায়। স্নাতক হয়ে থাকলে এক বছরের পিজি ডিপ্লোমা করা যায় ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, পাবলিক পলিসি কিংবা ইকোনমিক অ্যানালিসিস নিয়ে। ছ’মাসের সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা রয়েছে ট্যাক্স প্রসিডিওর্স অ্যান্ড প্র্যাকটিসেস বিষয়ে।
আরও পড়ুন: এক ক্লিকেই ভর্তি অ্যাডামাসে!
বিভিন্ন শাখার বিষয় একত্রে পড়ার সুযোগ করে দিতে নির্দিষ্ট কোর্সে অ্যাডামাস গ্রুপের আটটি স্কুলের যে কোনও একটি থেকে ২০ ক্রেডিটের একটি মাইনর বিষয় বেছে নেওয়া যায়। শেখা যায় সফট স্কিল-ও।
প্রতিটি বিবিএ কোর্সে দু’টি এবং প্রতিটি এমবিএ কোর্সে একটি করে চার থেকে ছ’সপ্তাহব্যাপী ইন্টার্নশিপের সুবিধা রয়েছে। স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর পড়ুয়াদের পেশাদার জগতের উপযোগী করে তুলতে নির্দিষ্ট বিষয়ে নিয়মিত জ্ঞান ও পরামর্শ দেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞরা।
চলতি বছরে উত্তীর্ণ হওয়া সমস্ত ম্যানেজমেন্ট পড়ুয়াই ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছে বিভিন্ন সংস্থায়। তাদের প্রাপ্ত সর্বাধিক স্যালারি প্যাকেজ বছরে ১২ লক্ষ টাকা।
আসন সংখ্যাঃ ৩৫০
স্নাতকোত্তরে আসনঃ ১৫০
স্নাতক স্তরে আসনঃ ২০০
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy