Advertisement
২৫ নভেম্বর ২০২৪

টুকরো খবর

বাড়ির ভাড়াটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন ওই বাড়িরই পরিচারিকা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, রিজেন্ট পার্ক থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে সুরেশ মণ্ডল নামে ওই ভাড়াটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৫
Share: Save:

ধর্ষণের অভিযোগ পরিচারিকার

নিজস্ব সংবাদদাতা

বাড়ির ভাড়াটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন ওই বাড়িরই পরিচারিকা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, রিজেন্ট পার্ক থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে সুরেশ মণ্ডল নামে ওই ভাড়াটেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাঁশদ্রোণীর শ্রী কানন লেনের একটি বাড়ির একতলায় ভাড়া থাকে সুরেশ। সে পেশায় হকার। গত বছরের সেপ্টেম্বরে সুরেশের ঘরে পরিচারিকার কাজে যোগ দেন ওই মহিলা। তাঁর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকেই অভিযুক্ত তাঁর উপরে শারীরিক নির্যাতন চালাত। প্রতিবাদ করলে তাঁর অশালীন ছবি ইন্টারনেটে দিয়ে দেওয়ারও ভয় দেখাত। এ দিন থানায় অভিযোগ দায়ের করার পরে ওই মহিলাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সুরেশের এক প্রতিবেশী পেশায় অটোচালক সঞ্জয় ঘোষ বলেন, “মেয়েটিকে দিন কয়েক ধরে খুব আতঙ্কিত মনে হচ্ছিল। আজ দুপুরে তাঁকে জিজ্ঞেস করে সব কথা জানতে পারি। এর পরেই অভিযোগ দায়ের করতে তাঁকে থানায় নিয়ে আসি।” ডিসি (এসএসডি) সন্তোষ পাণ্ডে বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” অন্য দিকে, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে বুধবার সল্টলেক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জগু বর। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই মহিলার খোঁজ পাচ্ছিলেন না বাড়ির লোকজন। বেশ কিছুক্ষণ পরে বাড়ির কাছে এক জায়গা থেকে তাঁকে উদ্ধার করা হয়। মহিলার বয়ানের ভিত্তিতে রাতেই বিধাননগর (দক্ষিণ) থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তাঁর পরিজনেরা। তার ভিত্তিতে জগুকে ধরা হয়।

হার্ড ডিস্ক দিতে অস্বীকার

লেকটাউনের শিশু নিগ্রহে অভিযুক্ত গৃহশিক্ষিকা পূজা সিংহ যে বাড়িতে পড়াতেন সেই পরিবারের কাছে ভিডিও ফুটেজের হার্ড ডিস্ক এখনও পেল না পুলিশ। বিধাননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, যে দিন শিশু নিগ্রহের ঘটনা ঘটে সে দিনের শুধু ওই সময়ের সিসিটিভি ফুটেজই নয়, সারা দিনের নিরবিচ্ছিন্ন ফুটেজ তদন্তের স্বার্থে দরকার। সে জন্য ওই সিসিটিভির হার্ড ডিস্কই ওই পরিবারের কাছে আইনি নোটিস চেয়ে পাঠিয়েছিল পুলিশ। বৃহস্পতিবার ওই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সারা দিনের ফুটেজে নানা পারিবারিক বিষয় আছে, যা তারা প্রকাশ্যে আনতে চান না। পুলিশ জানিয়েছে, তবে তদন্তের স্বার্থে ওই হার্ড ডিস্ক প্রয়োজন। ওই পরিবারকে সে কথা পরিষ্কার জানানো হয়েছে। কারণ অভিযুক্ত পূজা সিংহও আদালতে অভিযোগ করেন, শুধু মিডিয়াকে দেখানো কয়েক মিনিটের সিসিটিভি ফুটেজ নয়, সে দিনের তার পরের ঘটনার ফুটেজও দেখানো হোক। কারণ পূজার অভিযোগ, পরে তাকেও ওই পরিবারের তরফ থেকে আটকে রেখে নানা ভাবে হেনস্থা করা হয়। গত ২২ জুলাই পূজা লেকটাউনের ওই ছ’বছরের শিশুকে পড়াতে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। এর পরে ওই শিশুটির পরিবার মারধরের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনে। ঘটনার দিন তিনেক পরে পুলিশ পূজাকে গ্রেফতার করে।

সদ্যোজাতের দেহ উদ্ধার

সদ্যোজাত কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার, রিজেন্ট পার্ক এলাকায়। পুলিশ জানায়, সকালে শকুন্তলা পার্কের কাছে একটি ভ্যাটে মৃতদেহটি দেখতে পান স্থানীয়েরা। দেহটি একটি কম্বলে জড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ দিনই নিউ দিঘার একটি হোটেল থেকে উদ্ধার করা হল ঠাকুরপুকুরের বাসিন্দা এক যুবকের মৃতদেহ। মৃতের নাম গৌতম নস্কর (৩০)। ওই ঘর থেকে অচৈতন্য অবস্থায় এক মহিলাকেও উদ্ধার করা হয়। শাশ্বতী বিশ্বাস নামে ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, ৩১ অগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে আসেন গৌতম ও শাশ্বতী। বুধবার সারাদিন তাঁদের কোনও সাড়া না পেয়ে কর্তৃপক্ষের সন্দেহ হয়। দুপুরে ঘরের দরজা ভেঙে গৌতমবাবুর দেহ উদ্ধার করে পুলিশ। মিলেছে প্রচুর মদের বোতল, ওষুধ ও ইঞ্জেকশনের সিরিঞ্জ। পুলিশের অনুমান, ইঞ্জেকশন নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁরা।

‘প্রতারণা’, গ্রেফতার ৪

প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন চার জন। ধৃতদের নাম রোহিতলাল মৌর্য, অমিত সাউ, অমিত যাদব এবং অজিত কুমার সাইনি। পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই চার জনের সঙ্গে পরিচয় হয় কড়েয়ার বাসিন্দা আলি আজহারের। ধৃতেরা নিজেদের সরকারি বিমা সংস্থার কর্মী ও একটি বেসরকারি ঋণদাতা সংস্থার কর্মী বলে পরিচয় দেন। অভিযোগ, ধৃতেরা আলিকে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন। এ জন্য আজহার তাঁদের তিন লক্ষ টাকার একটি চেক এবং ৩০,০০০ টাকা দেন। বিনিময়ে তাঁকে রসিদ ও বিমা সংস্থার কাগজ দেন ধৃতেরা। পরে আজহার জানতে পারেন সব কাগজ ভুয়ো। এর পরেই তিনি থানায় যান। পুলিশের পরামর্শে আরও টাকা দেওয়ার লোভ দেখিয়ে চার জনকেই মঙ্গলবার সামসুল হুদা রোডে ডাকা হয়। সেখানে তাঁদের ধরে পুলিশ। চেক না মিললেও টাকা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

পথ-দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার বিকেলে, রিজেন্ট পার্ক থানা এলাকার ডিপিএস রোড এবং গল্ফ ক্লাব রোডের সংযোগস্থলে। পুলিশ জানায়, মৃতের নাম প্রতীক সাহা (২৪)। তিনি শ্রীপল্লির বাসিন্দা। এ দিন একটি গাড়ি তাঁর মোটরবাইকটিকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত-সহ প্রতীককে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি প্রতীককে ধাক্কা মারে সেটির এখনও খোঁজ মেলেনি।

পাচারকারী ধৃত

কাজের প্রলোভন দেখিয়ে শিশুকন্যা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। মঙ্গলবার রাতে বড়তলা থানা এলাকার ঘটনা। ধৃতের নাম জ্যোতিষ সাহা। বাড়ি বাগুইআটির জগৎপুরে। মঙ্গলবার রাতে শিশুটিকে নিয়ে আসার সময়ে তার চেঁচামেচিতেই ধরা পড়ে যায় জ্যোতিষ। শিশুটিকে কলকাতা শিশুকল্যাণ সমিতির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

দেহ উদ্ধার

দেড় মাস আগে কলকাতা স্টেশন সংলগ্ন রাস্তার পাশে জঙ্গলের মধ্যে এক যুবকের নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় সোমবার দিল্লির নয়ডা থেকে বিজয় কাউশল নামে এক যুবককে ধরল পুলিশ। মঙ্গলবার নয়ডার আদালতে হাজির করানোর পরে বুধবার ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা আনা হয়। পুলিশ জানিয়েছে, ১৬ জুলাই বরাহনগরের বাসিন্দা পরামনন্দ ঠাকুরের (৪২) নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের পক্ষ থেকে বিজয় এবং শাকিল নামে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। খুনের ঘটনায় বিজয় জড়িত বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কী ভাবে খুন করা হয়েছিল এবং ঘটনায় আর কেউ যুক্ত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ফের বিঘ্ন মেট্রোয়

এক দিকে ট্যাক্সি ধর্মঘট, তার উপরে সন্ধ্যার অফিস ফেরত ভিড়। দুইয়ে মিলে যখন মেট্রো যাত্রীদের করুণ অবস্থা, সে সময়ে আচমকাই বন্ধ হয়ে গেল একটি মেট্রোর বাতানুকূল ব্যবস্থা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালীঘাট স্টেশনে, কবি সুভাষগামী মেট্রোতে। দমবন্ধ পরিবেশ স্টেশনে ঢোকার আগে থেকেই তৈরি হচ্ছিল। কালীঘাট স্টেশনে মেট্রোটি থামার পরে অবস্থা আরও খারাপ হয়। কর্মীরা এসে মেরামতির চেষ্টা করেন। কিন্তু কাজ না হওয়ায় যাত্রীদের নেমে যেতে বলা হয়। প্রথমে যাত্রীরা নামতে চাননি। বারবার অনুরোধ করার পরে যাত্রীরা নেমে আসেন। এর পরে ওই রেকটিকে কারশেডে পাঠানো হয়। এর জেরে প্রায় ১০ মিনিট মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে।

বন্ধ থাকবে জল

পদ্মপুকুর জলপ্রকল্পের মূল পাইপলাইনে মেরামতির জন্য ফের জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। বুধবার হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রধান পাইপলাইনে ফুটো হয়ে যাওয়ায় তা মেরামতির জন্য আজ, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দিনভর জল সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার সকাল ৬টা থেকে সরবরাহ স্বাভাবিক হবে। মূল পাইপলাইনে মেরামতির জন্য চলতি মাসে এই নিয়ে দু’দিন হাওড়ায় জল সরবরাহ বিঘ্নিত হল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy