Advertisement
০১ মে ২০২৪
Fake Vaccination

Kolkata Fake Vaccination: সিটি কলেজে ভুয়ো টিকা শিবির খোলার হোতা, দেবাঞ্জনের আর এক সহযোগী গ্রেফতার

সিটি কলেজে ভুয়ো করোনাটিকার শিবির খোলায়, তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে।

বাঁ দিকে দেবাঞ্জন, ডান জিকে, ইন্দ্রজিৎ।

বাঁ দিকে দেবাঞ্জন, ডান জিকে, ইন্দ্রজিৎ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১০:১৮
Share: Save:

ভুয়ো টিকা-কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম ইন্দ্রজিৎ সাউ। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সংস্থায় তিনি কাজ করতেন বলে অভিযোগ।

শুক্রবার বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট থেকে ইন্দ্রজিৎকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। সিটি কলেজে ভুয়ো করোনাটিকার শিবির খোলায়, তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সিটি কলেজে দেবাঞ্জনকে নিয়ে গিয়েছিলেন ইন্দ্রজিৎই।

আদতে ট্যাংরার বাসিন্দা ইন্দ্রজিৎকে জেরা করছে পুলিশ। আর কোথায় কোথায় ভুয়ো টিকার শিবির খুলেছিলেন দেবাঞ্জন, তা জানার চেষ্টা চলছে তাঁর কাছ থেকে।

এ দিকে, ভুয়ো টিকা-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কসবার ওই শিবিরে অ্যামিকাসিনের পাশাপাশি ট্রায়ামলিনোলোম অ্যাসিটোনাইড-ও দেওয়া হয় বলে শুক্রবার হাই কোর্টে জানিয়েছে রাজ্য। সেটি স্টেরয়েড হিসেবে ব্যবহার করা হয়। সুস্থ মানুষকে এই ধরনের ইঞ্জেকশন দিলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মত চিকিৎসকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE