যাদবপুর বিশ্ববিদ্যালয়
৪ জানুয়ারি, সোমবার থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যলয় । বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। সামনের সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা নেই।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজের দিন সব বিভাগ চালু থাকবে। সপ্তাহে ৩ দিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন বলে রেজিস্ট্রারের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিটি জানাচ্ছে।
কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে দাবি তুলেছে, যাবতীয় করোনাবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। সেই দাবিই পূরণের পথে পদক্ষেপ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
It is notified that all offices, sections, departments, schools, and libraries of Jadavpur University will remain open on all working days on & from 4th Jan 2021. Staff to attend office thrice a week in normal office hours i.e 10 am-5.30 pm: Registrar, Jadavpur University,Kolkata pic.twitter.com/V89nCYDSPh
— ANI (@ANI) December 29, 2020
করোনার প্রকোপে দেশের শিক্ষা ব্যবস্থার হাল খারাপ। বন্ধ প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা হচ্ছে শুধু অনলাইনে। পরীক্ষাও নেওয়া হচ্ছে অনলাইনেই। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে স্পষ্ট কোনও দিশা পাওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি কিঞ্চিৎ আশা দিচ্ছে। শিক্ষকদের একাংশের আশা, পরিস্থিতি এই রকম থাকলে হয়তো শীঘ্রই সপ্তাহে অন্তত কয়েক দিন পঠনপাঠনও শুরু হবে।
আরও পড়ুন: ‘আশ্বাস’ পূরণ না হওয়ায় বিক্ষোভ, উদ্ধার শ্রমমন্ত্রীকে
আরও পড়ুন: কর্মী বিক্ষোভের জেরে কাজ বন্ধের শঙ্কা বিমানবন্দরে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy