প্রতীকী ছবি।
দক্ষিণেশ্বরে তৈরি হল প্রিপেড ট্যাক্সি বুথ। শুক্রবার ওই পরিষেবার সূচনায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার সাফ জানালেন, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দক্ষিণেশ্বরের ঐতিহ্য ও সুনাম রক্ষা করতে ট্যাক্সিচালকদেরও ভূমিকা রয়েছে। যাত্রীদের প্রতি আচরণ যেন ভাল হয়। পাশাপাশি, সুষ্ঠু পরিষেবার দিকে নজর রাখতে হবে পুলিশকেও। কমিশনার আরও জানান, নববর্ষের দিনই চালু হবে দক্ষিণেশ্বর থানা।
দক্ষিণেশ্বরে বালি সেতুতে ওঠার রাস্তার পাশেই তৈরি হয়েছে প্রিপেড ট্যাক্সি বুথ। বিমানবন্দর, হাওড়া ও কলকাতা স্টেশনের মতো এখানেও ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়ন’-এর সঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের যৌথ উদ্যোগে পরিষেবা চালু হচ্ছে।
এ দিন পুলিশ কমিশনার মনোজ বর্মা বললেন, ‘‘প্রিপেড ট্যাক্সি বুথের চাহিদা সম্পর্কে প্রায় দু’বছর ধরে পর্যবেক্ষণ করার পরেই এটি চালু করা হচ্ছে। সরকারের নির্ধারিত ভাড়াতেই পরিষেবা মিলবে।’’ এলাকাটি আগামী দিনে সাজিয়ে তোলা হবে বলে জানান বরাহনগরের বিধায়ক তাপস রায়।
প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়নের সভাপতি সোম মিত্র জানান, প্রতিদিন ৫০-৬০টি ট্যাক্সি ওই বুথে থাকবে। পুলিশ কমিশনার জানান, আপাতত ভাড়া বাড়িতে চালু হলেও রেল স্টেশনের পাশের দুই বিঘা জমিতে পরে দক্ষিণেশ্বর থানার নিজস্ব ভবন তৈরি হবে। ১৫ এপ্রিল নাগেরবাজার, কামারহাটি, জেটিয়া থানাও চালু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy