—প্রতীকী চিত্র।
পণের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। আমহার্স্ট স্ট্রিট থানার এই মামলায় শনিবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্ত। আদালত সূত্রের খবর, আত্মসমর্পণকারী অভিযুক্তের নাম সুশান্ত চক্রবর্তী। ঘটনার পরে পালিয়ে গিয়েছিল সে। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদনও করে সে। কিন্তু হাই কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এ দিন ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করে সুশান্ত। তাকে ১১ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
নিজেরাই পছন্দ করে ২০১৬ সালে শালিনী মিত্রকে (৩৬) বিয়ে করেছিল রাজা রামমোহন সরণির বাসিন্দা, ৪৫ বছরের সুশান্ত। অভিযোগ, বিয়ের পরে পণের জন্য অত্যাচার শুরু করে সে। শালিনীর বোন ও বাবা সুশান্তকে টাকা দিলেও অত্যাচার বন্ধ হয়নি। পাশাপাশি, সুশান্ত বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। শালিনীর নামে থাকা ফ্ল্যাটটিও নিজের নামে লিখে দিতে সুশান্ত স্ত্রীকে চাপ দিত বলে অভিযোগ। এর পরেই ২৪ নভেম্বর রাতে ফ্ল্যাট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় শালিনীকে উদ্ধার করা হয়। হাসপাতালে ৫ ডিসেম্বর মারা যান তিনি। ৮ ডিসেম্বর সুশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy