Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Car Theft

ভাড়ার নামে দিয়ে উধাও গাড়ি, উদ্ধার বিহার থেকে

পুলিশের দাবি, অতীতে এই চক্রের বিরুদ্ধেই কসবা থানা অভিযোগ দায়ের হয়েছিল। তখন চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছিল।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ০৬:৩৮
Share: Save:

গাড়ি ভাড়া দেওয়ার একটি অনলাইন সংস্থার নাম করে গাড়ি হাতিয়ে নিয়ে বিহারে বিক্রি করার অভিযোগ উঠল শহরে। তদন্তে নেমে কলকাতা পুলিশ বিহারের গোপালগঞ্জ জেলা থেকে গাড়িটি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের দাবি, অতীতে এই চক্রের বিরুদ্ধেই কসবা থানা অভিযোগ দায়ের হয়েছিল। তখন চক্রের সঙ্গে
জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার হয়েছিল চারটি গাড়িও।

পুলিশ সূত্রের খবর, দেবার্থ চৌধুরী নামে রিজেন্ট পার্কের এক বাসিন্দা অভিযোগটি দায়ের করেন। তাঁর দাবি, নিজে চালানোর জন্য গাড়ি ভাড়া দেয়, এমন অনলাইন গাড়ি ভাড়ার
সংস্থার নাম করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন সোমনাথ মুখোপাধ্যায়, বাপি সর্দার এবং লাকি সাউ নামে তিন জন। নিজের কালো রঙের এসইউভি গাড়িটি তাঁদের ভাড়া খাটাতে দিয়ে দেন অভিযোগকারী। ঘণ্টা হিসাবে টাকা পাওয়া যাবে বলে গাড়িটি নিয়ে যাওয়ার আগে তাতে একটি রিয়েলটাইম অবস্থান জানানোর যন্ত্র লাগান অভিযুক্তেরা।

অভিযোগ, গত এপ্রিলে যে সময়ের মধ্যে গাড়িটি ফেরত দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। পরে ওই তিন জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী। তদন্তে নেমে পুলিশ দেখে, গাড়িটি বিহারে রয়েছে। এর পর ওই রাজ্যের
একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। শেষে গোপালগঞ্জ এলাকা থেকে গাড়িটিকে চিহ্নিত
করেন তদন্তকারীরা। যদিও অভিযুক্তদের ধরা যায়নি।

লালবাজার জানাচ্ছে, অ্যাপ-ক্যাব সংস্থায় গাড়ি দেওয়ার আগে সব দিক থেকে সতর্ক হতে হবে। প্রয়োজনে সংস্থাটির সদর দফতরে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তবে এগোতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Theft Kolkata Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE