নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে। লাল নামেই রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন নাসিরুদ্দিন। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন।
২০১১ সালে নাসিরুদ্দিন প্রথম বার তৃণমূলের বিধায়ক হন। পেশায় আইনজীবী ছিলেন। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। পরে সেই হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন। শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, “বিকেলেই লালের সঙ্গে কথা হল ফোনে। তখনও তো ওঁর শরীর ভাল ছিল বলে জানতাম । কিন্তু এখন শুনলাম সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বাস করতে পারছি না যে লাল আর নেই। ওঁর কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজনৈতিক পথ চলা হবে না।”