Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Abhishek Banerjee

বিধানসভা ভোটের আগে অভিষেকের গড় ডায়মন্ড হারবারে যাবেন নড্ডা

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা ছাড়াও জেলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা নড্ডার।

নড্ডার সভা ঘিরে প্রস্তুতি শুরু ডায়মন্ড হারবারে। —নিজস্ব চিত্র।

নড্ডার সভা ঘিরে প্রস্তুতি শুরু ডায়মন্ড হারবারে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২৩:৫০
Share: Save:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সফরে এসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে পা রাখবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারে যাবেন তিনি। নড্ডার সভা ঘিরে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বৃহস্পতিবার বেশ কয়েক জন হেভিওয়েট নেতা বিজেপি-তে যোগ দিতে পারেন। ভোটের আগে নড্ডার ডায়মন্ড হারবার সফর তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা ছাড়াও জেলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা নড্ডার। সে প্রসঙ্গে বিজেপি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, “নড্ডার সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে নির্দেশ অনুযায়ী একুশের বিধানসভা নির্বাচনের কাজ শুরু করবেন দলের কর্মকর্তারা।”

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের আবেদন, ছাড়পত্র নয় এখনই

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের লাইটহাউসের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ওই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও নিজেদের ভোট বাড়িয়েছিল গেরুয়া শিবির। এ বার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই গড় ডায়মন্ড হারবারে পা রাখবেন নড্ডা। তাৎপর্যপূর্ণ ভাবে, দলের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে সেই লাইটহাউসের মাঠকেই!

আরও পড়ুন: মেকানিক্যাল সাপোর্টে বুদ্ধদেব, অবস্থা সঙ্কটজনক, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

বিজেপি সূত্রে খবর, রাজ্য সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার গিয়ে প্রথমে সুলতানপুরের লাইটহাউস মাঠে জেলার বিজেপি কর্মকর্তাদের নিয়ে বৈঠক সারবেন নড্ডা। নড্ডার জনসভার জন্য ইতিমধ্যেই লাইটহাউসের মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ১৪টি অ্যালুমিনিয়ামের স্তম্ভ দিয়ে ২০০ ফুট আয়তনের মঞ্চ তৈরি করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ গাড়িতে করে ডায়মন্ড হারবারে ঢুকবেন নড্ডা। শহরে ঢোকার মুখে কপাট হাটে ফুল ও শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানাবেন দলীয় কর্মী-সমর্থকেরা। এর পর বেলা সাড়ে ১১টা নাগাদ লাইটহাউসের মাঠে দক্ষিণ ২৪ পরগনার তিনটি সাংগঠনিক জেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকের পর দুপুর ১টা নাগাদ সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমে যাওয়ার কথা রয়েছে নড্ডার। রামকৃষ্ণদেবের মন্দিরে পুজো দিয়ে দুপুরে আশ্রমেই মধ্যাহ্নভোজ সেরে নেবেন তিনি। প্রায় ঘণ্টাখানেক রামকৃষ্ণ মিশনে থাকার পর লাইটহাউসের মাঠে ফিরে আসবেন তিনি। এর পর দুপুর ২টো নাগাদ জেলার মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নড্ডার। মৎস্যজীবীদের সমস্যা নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। এর পর বিকেল ৩টে থেকে বিজেপি-র কর্মকর্তা এবং কর্মীদের নিয়েও আর একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। ওই সভা সেরে কলকাতায় ফিরবেন নড্ডা।

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee JP Nadda Thursday Diamond Harbour Jagat Prakash Nadda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy