পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারের কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতায়। প্রেসিডেন্সি জেলের পাশে ভবানীভবনের ভিতরের মাঠে মঙ্গলবার এবং বুধবার দু’দিন ধরে প্রতিযোগিতা চলেছে। বুধবার ছিল তার চূড়ান্ত দিন। জেল কর্মচারীদের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন বন্দিরাও। তাঁদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল। সেখানেই বন্দিরা নাচ-গানের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরেছেন।
আরও পড়ুন:
প্রেসিডেন্সি জেলের তরফে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি সংশোধনাগারের কর্মচারী এবং আধিকারিকেরা প্রতিযোগিতায় অংশ নেন। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ২৫৫। দু’দিন ধরে মোট ২৪ ধরনের খেলায় নিজ নিজ প্রতিভার পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছিলেন তাঁরা। এটি ছিল রাজ্যের সংশোধনাগারগুলির ক্রীড়া প্রতিযোগিতার ৬২ তম বছর।
২৪ ধরনের খেলার তালিকায় ছিল দৌড় (পুরুষ এবং মহিলা), শট-পাট (পুরুষ), হাই জাম্প (মহিলা), লং জাম্প (পুরুষ), মিউজ়িক্যাল চেয়ার (মহিলা), জ্যাভলিন থ্রো (পুরুষ), দড়ি টানাটানি, ডিসকাস থ্রো, রিলে দৌড় প্রভৃতি। খেলার তালিকায় এ বছর নতুন যোগ হয়েছিল তিরন্দাজি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভবানীভবনের মাঠে উপস্থিত ছিলেন এডিজি এবং কারা বিভাগের আইজি লক্ষ্মীনারায়ণ মীনা। ছিলেন বিশেষ অতিথি তথা কারা বিভাগের বিশেষ আইজি অজয়কুমার ঠাকুর।
প্রতিযোগিতার শেষে বুধবার বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। তার পর ছিল জেলবন্দিদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। বন্দিরা নিজেদের মতো করে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দেখা গিয়েছে বন্দিদের ছৌ নাচও।