Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
কুপিয়ে খুন ভাটপাড়ায়,

রিভলভার নিয়ে বাড়ির ছাদে দুষ্কৃতী, পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু

ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘পুলিশ কয়েক জন দুষ্কৃতীকে ধাওয়া করেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে। আত্মরক্ষার স্বার্থে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে।’’ 

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে প্রভু সাউ এই অ্যাসবেস্টসের ছাদ ভেঙে পড়ে যায়। নিজস্ব চিত্র

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে প্রভু সাউ এই অ্যাসবেস্টসের ছাদ ভেঙে পড়ে যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জগদ্দল শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০৪:০১
Share: Save:

ছাদে উঠে তখনও নাইন এমএম রিভলভার হাতে তড়পাচ্ছে বছর তিরিশের যুবক। সাদা পোশাকের পুলিশকে বলছে, ‘‘এগোলে কিন্তু গুলি চালিয়ে দেব।’’ এক রাউন্ড গুলিও ছোড়ে ওই যুবক। এ বার পাল্টা কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। শুক্রবার দুপুরে মাথায় গুলি লেগে মারা গিয়েছে প্রভু সাউ নামে জগদ্দলের সুগিয়া পাড়ার বাসিন্দা ওই যুবক। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ আছে পুলিশের খাতায়। কয়েকবার জেলও খেটেছে।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘পুলিশ কয়েক জন দুষ্কৃতীকে ধাওয়া করেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে। আত্মরক্ষার স্বার্থে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে।’’

রাজনৈতিক অশান্তির জেরে লোকসভা ভোটের আগে-পরে বার বার উত্তপ্ত হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, কাঁকিনাড়া। একাধিক খুন-জখমের ঘটনা ঘটেছে। তৃণমূল-বিজেপির তা নিয়ে বিস্তর চাপানউতোর চলেছে। ক’দিন শান্ত থাকার পরে ফের ভাটপাড়ায় বোমা-গুলি চলার ঘটনা ঘটল। ব্যারাকপুরের সাংসদ বিজেপির অর্জুন সিংহ বলেন, ‘‘ছেলেটির বিরুদ্ধে নানা দুষ্কর্মের অভিযোগ ছিল। তবে ওকে কিছু দিন আগে পুলিশই জেল থেকে বের করে এনেছিল আমাকে জব্দ করবে বলে। কিন্তু পুলিশকে লক্ষ্য করেই বোমা-গুলি ছোড়ে। ফল ভুগতে হচ্ছে পুলিশকেই।’’ নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক আবার বলেন, ‘‘ভাটপাড়া ক্রমশ স্বাভাবিক হচ্ছে। কিন্তু অশান্তি ছড়াতে কিছু মহলের উসকানি যে এখনও আছে। পুলিশ নিজেদের ভূমিকা পালন করছে।’’

কী ঘটেছিল এ দিন দুপুরে?

বেলা তখন দেড়টা। পুলিশের কাছে খবর আসে, শুয়ারমারিতে প্রভু-সহ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। পুলিশ গেলে পালিয়ে যায় কয়েকজন। প্রভুরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। প্রভু ঢুকে পড়ে সুনদিয়া সরকারি আবাসনে। সেখানে একটি বাড়ির অ্যাসবেস্টসের ছাদে উঠে পড়ে। সেখান থেকেই পুলিশের গুলি লেগে চাল ভেঙে ঘরের ভিতরে পড়ে যায় সে।

অন্য একটি ঘটনায় বৃহস্পতিবার রাতে জগদ্দল থানারই শ্যামনগরে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে সমীর চক্রবর্তী (৪০) ওরফে গোবর রাজু নামে এক ব্যক্তিকে। তার বিরুদ্ধেও তোলাবাজি-সহ একাধিক অভিযোগ আছে। কয়েক বার জেলও খেটেছে। ভোটের আগে ছাড়া পেয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত ১০টা নাগাদ একটি ফোন পেয়ে মায়াপল্লির বাড়ি থেকে বেরিয়েছিল রাজু। দুষ্কৃতীরা তাকে তাড়া করে একটি বাড়ির সামনের রকে ফেলে কোপায়।

অন্য বিষয়গুলি:

Jagaddal Police Shot Dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy