Advertisement
০৩ নভেম্বর ২০২৪

পথে নেমে প্রতিবাদ তথ্যপ্রযুক্তি কর্মীদের

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অ্যাসোসিয়েশন গড়েও তেমন সাড়া পায়নি সিটু। শ্যামলবাবুর দাবি, তাঁরা ধৈর্য ধরেছেন।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০১:২৩
Share: Save:

ছাঁটাইয়ের প্রতিবাদে এবং কাজের নিরাপত্তার দাবিতে বিধাননগরে পাঁচ নম্বর সেক্টরে পথে নামল তথ্যপ্রযুত্তি কর্মীদের সংগঠন এআইআইটিইইউ এবং সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশাপাশি সোমবার প্রতিবাদ-সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রমুখ। তাঁরা বার্তা দিয়েছেন, অন্যান্য ক্ষেত্রের কর্মীদের মতোই তথ্যপ্রযুক্তিতেও এ বার সঙ্ঘবদ্ধ ভাবে প্রতিবাদ হবে। তথ্যপ্রযুক্তি কর্মীরা যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবেন।

এর আগে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অ্যাসোসিয়েশন গড়েও তেমন সাড়া পায়নি সিটু। শ্যামলবাবুর দাবি, তাঁরা ধৈর্য ধরেছেন। ক্রমাগত ছাঁটাই ও আরও নানা সমস্যায় পড়ে তথ্যপ্রযুক্তি কর্মীদের অনেকে এ বার নিজেরাই এগিয়ে এসে ইউনিয়নের সদস্য হয়েছেন। তাঁর অভিযোগ, তবে এ রাজ্যের সরকার ইউনিয়নের রেজিষ্ট্রেশন দেয়নি। শেষে অন্য রাজ্য থেকে রেজিষ্ট্রেশন করাতে হয়েছে। সেখানে বিজেপি সরকার শ্রমিক-বিরোধী। তবু তারা রেজিষ্ট্রেশন করতে দিয়েছে। অথচ ‘শ্রমিক দরদী’ বলে প্রচার করলেও তৃণমূল তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়াল না।

তথ্যপ্রযুক্তি ইউনিয়নের নেতা শৌভিক ভট্টাচার্যের অভিযোগ, বিভিন্ন সংস্থা মিলিয়ে প্রায় দেড় লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মীর চাকুরিজীবন অনিশ্চয়তার মুখে। কোনও আইন মানা হচ্ছে না। ইতিমধ্যে তাঁরা রাজ্যের শ্রম কমিশনারের দ্বারস্থ হয়েছেন। প্রয়োজনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

অন্য বিষয়গুলি:

IT Sector Salt Lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE