Advertisement
০১ জুলাই ২০২৪
Kanchanjunga Express Accident

মনুকে জিজ্ঞাসাবাদ কবে, এখনও কাটেনি ধোঁয়াশা

১৭ জুনের ওই দুর্ঘটনায় মারা যান ১০ জন। মনু-সহ এখনও চিকিৎসাধীন পাঁচ জন। সূত্রের দাবি, বড় শারীরিক চোট না থাকলেও, মানসিক অবসাদে থাকা মনুর সুস্থ হতে আরও সময় লাগবে।

(বাঁ দিকে) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দৃশ্য। আহত মালগাড়ির সহ-চালক মনু কুমার (ডান দিকে)। —ফাইল ছবি।

(বাঁ দিকে) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দৃশ্য। আহত মালগাড়ির সহ-চালক মনু কুমার (ডান দিকে)। —ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ০৭:৫৭
Share: Save:

অনেকেই মনে করছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পিছনের কারণ জানা যাবে তাঁর বয়ান পেলে। কিন্তু দুর্ঘটনায় জখম মালগাড়ির সহকারী চালক মনু কুমারকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শনিবার রাতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) ছেড়ে গিয়েছেন ঘটনার প্রধান তদন্তকারী রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস) জনককুমার গর্গ। কিন্তু মনুকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। কবে তা করা হবে, উত্তর দিতে পারছেন না রেল আধিকারিকেরা।

১৭ জুনের ওই দুর্ঘটনায় মারা যান ১০ জন। মনু-সহ এখনও চিকিৎসাধীন পাঁচ জন। সূত্রের দাবি, বড় শারীরিক চোট না থাকলেও, মানসিক অবসাদে থাকা মনুর সুস্থ হতে আরও সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে সোমবার বলেন, “মনু কুমার পুরোপুরি সুস্থ হলে, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু তা কী ভাবে করা হবে, তা স্পষ্ট নয়।” রেল সূত্রের দাবি, মনু সুস্থ হলে, তাঁকে প্রাথমিক ভাবে দুর্ঘটনা সম্পর্কে বয়ান লিখতে বলা হতে পারে। লখনউয়ে রেলওয়ে সেফটি কমিশনারের অফিসে ডেকে পাঠানো হতে পারে। অথবা, কাটিহার ডিভিশনের সদর বা এনজেপিতেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সিআরএসের কি ফের এনজেপিতে আসার সম্ভাবনা রয়েছে? সূত্রের দাবি, তিনি নিজেও আসতে পারেন অথবা প্রতিনিধিও পাঠাতে পারেন।

দুর্ঘটনার পর থেকেই দায় আদপে কার, তা নিয়ে রেলের অন্দরে চালকদের একাংশ, সিগন্যাল এবং অপারেশন্স বিভাগগুলির মধ্যে কার্যত ‘ঠান্ডা লড়াই’ চলছে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে মনুর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanchanjunga Express Accident Indian Railways Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE