Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Sarada Scam

নতুন বছরের গোড়ায় চূড়ান্ত চার্জশিট সারদায়?

একটি সূত্রের দাবি, শেষ ধাক্কায় আরও দু-এক জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক দৌত্যও চলছে। সেই মতো উপরমহল থেকে চার্জশিট জমা দেওয়ার সবুজ সঙ্কেতের অপেক্ষাও করছেন সিবিআই কর্তারা।

সুদীপ্ত সেন

সুদীপ্ত সেন

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০৪:২৫
Share: Save:

বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনের বিরুদ্ধে হওয়া মামলার রায় বেরিয়ে গিয়েছে। কিন্তু সারদা মামলার পরিস্থিতি কী তা নিয়ে জনমানসে বিভ্রান্তি রয়েছে। ওই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সূত্রে দাবি করা হয়েছে, শেষের পথে এসে গিয়েছে সারদা-তদন্ত। আগামী বছরের গোড়াতেই চূড়ান্ত চার্জশিট পেশ করা হতে পারে। তবে সে সময় অতিরিক্ত আরও একটি চার্জশিট পেশের অনুমতি আদালতের কাছে চাইতে পারে সিবিআই। শুনানি পর্বের শেষ বেলায় কোনও নাটকীয় তথ্য উঠে এলে তা যুক্ত করার জন্যই এমন পরিকল্পনা বলে তদন্তকারীদের একাংশের দাবি।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সাল থেকে সিবিআই সারদা মামলার তদন্ত করছে। নেতা, মন্ত্রী-সহ অনেকেই তাতে গ্রেফতার হয়েছিলেন। তাঁদের বেশির ভাগই জামিন পেয়ে গিয়েছেন। তবে চূড়ান্ত পর্বের চার্জশিটে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের উপরেই বেশি নজর রাখা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন পুলিশকর্তা এবং আরও কয়েক জন বিশিষ্ট ব্যক্তি। সূত্রের খবর, চূড়ান্ত চার্জশিটের তালিকা মাস ছয়েক আগেই দিল্লির সদর দফতরে চলে গিয়েছে। তাতে ১২ জনের নাম ছিল। সিবিআইয়ের আইনি শাখা খসড়ার নানান দিক খতিয়ে দেখছে বলে খবর।

সিবিআইয়ের একাংশের দাবি, চূড়ান্ত খসড়া চার্জশিটে নাম থাকা নেতা ও পুলিশকর্তা-সহ কয়েক জন তদন্তে সহযোগিতা করেছেন। রাজসাক্ষী হতেও তাঁদের আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন। সে সব বিচার করে চূড়ান্ত চার্জশিটে ১২ জনের বদলে ৬ জনের নাম রাখা হতে পারে। ইতিমধ্যেই মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে দিল্লিতে বদলি করা হয়েছে। দিল্লিতে বদলি করেও কলকাতার অতিরিক্ত চার্জ দেওয়া হয়েছে যুগ্ম-অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে। অনেকের দাবি, নিরাপত্তার কথা ভেবেই পুরনো দলকে দিল্লিতে সরিয়ে নতুন একটি দলকে কলকাতায় পাঠানো হয়েছে। কারণ, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি নিয়ে যে পরিস্থিতি হয়েছিল তার পুনরাবৃত্তি চায় না দিল্লি।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগেও স্যাটেলাইট সংযোগ

একটি সূত্রের দাবি, শেষ ধাক্কায় আরও দু-এক জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক দৌত্যও চলছে। সেই মতো উপরমহল থেকে চার্জশিট জমা দেওয়ার সবুজ সঙ্কেতের অপেক্ষাও করছেন সিবিআই কর্তারা। যদিও সিবিআই সূত্র এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। তবে সিবিআইয়ের একটি সূত্রের দাবি, চূড়ান্ত চার্জশিটে যে সব নাম উঠে এসেছে সেগুলি আদালতে পেশ করে সমাজ ও রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়তে পারে সেটাও আঁচ করতে চাইছেন শীর্ষ তদন্তকারীরা।

আরও পড়ুন: ভোটের আগে আচমকা গোর্খাল্যান্ড বৈঠকের ডাক কেন্দ্রের, ক্ষুব্ধ নবান্ন

সিবিআই সূত্রের খবর, রাজ্যের দেওয়া ৩৯৩টি অভিযোগের মধ্যে ৭৮টি অভিযোগ নিয়ে তদন্ত চালানো হয়েছে। এ পর্যন্ত পেশ করা হয়েছে সাতটি চার্জশিট। সর্বশেষ চার্জশিট পেশ হয়েছিল ২০১৯ সালের জানুয়ারিতে, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৯ জন। সারদা কর্ণধার সুদীপ্ত সেন এখনও জেলবন্দি। এই পরিস্থিতিতে নজরে রয়েছে বারাসত আদালত। কারণ, সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে সেখানেই বিশেষ মামলা হবে। চূড়ান্ত চার্জশিটের পরে ওই আদালত রাজনৈতিক আলোচনার কেন্দ্রেও আসতে পারে বলে সিবিআই সূত্রের দাবি।

আরও পড়ুন: করোনা নেই, পুরনো ছন্দেই ঘোড়ামারা

অন্য বিষয়গুলি:

Sarada Scam Sudipta Sen CBi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy