বিয়ের জন্য ছুটিতে যাওয়ার আগের দিনই মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন হুগলির এক পুলিশ কনস্টেবল। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে, পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে মৃত্যু হল তাঁর। সোমবারই হিমাংশু মাঝি নামের ওই পুলিশকর্মীর বিয়ে হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে ইমামবাড়া হাসপাতালের ভিতর পুলিশ লকআপে এক চিকিৎসাধীন বন্দিকে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থায় হঠাৎই নিজের ‘সার্ভিস রিভলভার’ থেকে মাথায় গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা যায়, ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল ওই পুলিশকর্মীর। শুক্রবার ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অবসাদ, না অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আদতে বাঁকুড়ার হীরবাঁধের বাসিন্দা পুলিশকর্মী চন্দননগরেরই পুলিশ ব্যারাকে থাকতেন।