Advertisement
২৭ অক্টোবর ২০২৪
Kanchanjunga Express Accident

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় ‘চার্জশিট’

দুর্ঘটনায় মালগাড়ির চালক মারা যান। মালগাড়ির সহকারী চালক মনু কুমারকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। যদিও তাঁকে ‘চার্জশিট’ দেওয়া হয়নি।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। —ফাইল চিত্র।

শান্তশ্রী মজুমদার
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ০৯:৩৯
Share: Save:

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্তের পরে চার রেলকর্মীকে ‘চার্জশিট’ দিচ্ছে রেল। গত ১৭ জুন শিলিগুড়ির কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারান ১০ জন। ওই ঘটনায় রেলওয়ে সেফটি কমিশনারের (সিআরএস) তদন্তের পরে, প্রাথমিক ভাবে মালগাড়ির গার্ড বিকে শর্মা এবং আরও তিন স্টেশন মাস্টারকে ‘চার্জশিট’ দেওয়ার সিদ্ধান্ত হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা শনিবার বলেন, ‘‘মালগাড়ির গার্ডকে চার্জশিট দেওয়া হয়েছে। স্টেশন মাস্টারদের চার্জশিট দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত চলবে।’’

দুর্ঘটনায় মালগাড়ির চালক মারা যান। মালগাড়ির সহকারী চালক মনু কুমারকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। যদিও তাঁকে ‘চার্জশিট’ দেওয়া হয়নি।

রেল সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে ওই এলাকায় সিগন্যাল ব্যবস্থা বিগড়ে ছিল। সে সময় রাঙাপানি স্টেশন থেকে ‘পেপার মেমো’ দেওয়া হয় কাঞ্চনজঙ্ঘা-সহ মোট ছ’টি ট্রেনের চালকদের। ‘সিআরএস’-এর তদন্তে সে ‘মেমো’ দেওয়ায় গোলমাল ধরা পড়ে। রেল সূত্রের খবর, ‘চার্জশিট’ দেওয়া মানেই অভিযোগ প্রমাণ হওয়া নয়। এখন নতুন করে রেলের বিভাগীয় তদন্তে স্টেশন মাস্টারদের এবং গার্ডকে প্রশ্ন করা হবে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে দোষী সাব্যস্ত হলে, ‘মাইনর পেনাল্টি’র ক্ষেত্রে দু’বছর ১১ মাস পদোন্নতি বন্ধ থাকতে পারে এবং ‘মেজর পেনাল্টি’র ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত হওয়ার আশঙ্কা থাকে।

রেল সূত্রের দাবি, মালগাড়ির গার্ডকে ‘মাইনর পেনাল্টি’ দেওয়া হয়েছে। রাঙাপানির তৎকালীন স্টেশন মাস্টার ইনচার্জ অংশুকুমার অমরেশ এবং দুই স্টেশন মাস্টার—সন্তোষ কুমার এবং নীরজ তিওয়ারিকে ‘মেজর পেনাল্টি’ দেওয়া হচ্ছে। ‘চার্জশিট’ এখনও হাতে পাননি বলে জানিয়েছেন অংশকুমার অমরেশ। বিকে শর্মা বলেন, ‘‘এ নিয়ে কিছু বলব না।’’

এ প্রসঙ্গে রেলকর্মীদের কোনও সংগঠন কথা বলতে চায়নি। সেফটি কমিশনারের পরামর্শ মেনে রাঙাপানি এলাকায় লাইন এবং সিগন্যাল ব্যবস্থায় রদবদল আনতে শুরু
করেছে রেল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE