গভীর রাত পর্যন্ত অন্তত ৩০ জন পর্যটককে উদ্ধার করেছেন সেনার জওয়ানের৷ তাদের মধ্যে শিশুরা-সহ বয়স্কেরাও ছিলেন। —নিজস্ব চিত্র।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে পূর্ব সিকিমে আটকে পড়া শিশু এবং বয়স্ক-সহ ৩০ পর্যটককে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। সোমবার সকালে সেনার ত্রিশক্তি কর্পসের তরফে একটি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জেরে পূর্ব সিকিমে সাময়িক ভাবে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
রবিবার দুপুর থেকে পূর্ব সিকিমে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। যার জেরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েন বহু পর্যটক। গাড়ি-সহ আটকে পড়েন তাঁরা। খবর পেয়ে উদ্ধারকাজে নামেন ত্রিশক্তি কর্পসের জওয়ানেরা।
#OpHimrahat
— Trishakticorps_IA (@trishakticorps) May 2, 2023
Troops of #TrishaktiCorps rescued & provided immediate assistance to 30 civilian tourists including elderly, women & children stranded in High Altitude Areas of East Sikkim due to snowfall & inclement weather on 01 May.@adgpi @easterncomd pic.twitter.com/pwx6ajVeM8
ত্রিশক্তি কর্পসের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছিল। গভীর রাত পর্যন্ত অন্তত ৩০ জন পর্যটককে উদ্ধার করেছেন সেনার জওয়ানেরা৷ তাদের মধ্যে শিশু-সহ বয়স্কেরাও ছিলেন।
পূর্ব সিকিম পর্যটকদের উদ্ধারের পর সমতলের দিকে নামিয়ে আনা হয়েছে। এর পর সুরক্ষিত স্থানে নিয়ে গিয়ে সেনার তরফে তাঁদের গরম জামাকাপড়, খাবার এবং ওষুধপত্রের বন্দোবস্ত করা হয়৷ অন্য দিকে, পূর্ব সিকিমের আটকে পড়া একাধিক গাড়ি উদ্ধারের কাজও শুরু করেছে সেনা। পাশাপাশি, পরিষ্কার করা হচ্ছে তুষারঢাকা রাস্তাও। দুর্গম আবহাওয়ার কারণে আপাতত পূর্ব সিকিমে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy