Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Adenovirus

রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাসের মারাত্মক প্রজাতি, সতর্ক করলেন কেন্দ্রের গবেষকেরা

২০২২ সালের ডিসেম্বর থেকে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে মূলত শিশুদের মধ্যে অ্যাডিনোর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পায়। ২০২৩-এর মার্চের শেষ পর্যন্ত তা বজায় ছিল।

An image of Fever

—প্রতীকী চিত্র।

পারিজাত বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৪৩
Share: Save:

অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে সতর্ক করলেন কেন্দ্রের ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর গবেষকেরা। সম্প্রতি তাঁরা জানিয়েছেন, কলকাতা এবং তার আশপাশের জেলাগুলির সর্বস্তরের সরকারি হাসপাতালে ভর্তি থাকা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশু ও কিশোরদের কফের নমুনা পরীক্ষা করে অনেকের ক্ষেত্রেই ‘বি৭/৩’ প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছে। এটি অ্যাডিনোভাইরাসের একটি মারাত্মক প্রজাতি এবং এর মারণ-ক্ষমতা খুবই বেশি। এর আগে কখনও পশ্চিমবঙ্গে বা ভারতের কোথাও অ্যাডিনোর এই ধরনের প্রজাতির কথা নথিভুক্ত হয়নি। ১৯৮৭ সালে আর্জেন্টিনায় এবং ২০০৪ সালে পর্তুগালে এই প্রজাতির অ্যাডিনোভাইরাসে আক্রান্ত রোগীদের খোঁজ মিলেছিল।

আইসিএমআরের অন্তর্ভুক্ত কলকাতার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজ়িজ়েস’ (নাইসেড)-এর গবেষকেরা কলকাতা ও তার আশপাশের জেলার সরকারি হাসপাতালের ৩১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৫৭ জন রোগীর দেহে অ্যাডিনোভাইরাস পেয়েছেন। তাদের মধ্যে ৪০ জনের দেহে ‘বি৭/৩’ প্রজাতির অ্যাডিনোভাইরাস মিলেছে। ওই রোগীদের ৯৭ শতাংশের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং পরবর্তী কালে অনেকেরই মৃত্যু হয়। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বললেন, ‘‘অ্যাডিনোর এই মারাত্মক প্রজাতির খোঁজ পাওয়ার কথা আমরা স্বাস্থ্যসচিবকে জানিয়েছি। পরবর্তী কালে এই রোগীদের ফলো-আপ করার সময়ে অনেকেই মারা গিয়েছে বলে আমরা জানতে পারছি। সেই তথ্য সংগ্রহের কাজ এখন চলছে। সেই তথ্যও রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।’’

অতীতে ডেঙ্গি বা করোনার প্রকোপের সময়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছিল। একেবারে সরাসরি না-হলেও নিজেদের প্রকাশিত রিপোর্টে আইসিএমআর অ্যাডিনোর ক্ষেত্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাস্তবের থেকে কম করে দেখানোর ইঙ্গিত দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। তারা সেখানে স্পষ্ট লিখেছে, ‘২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে অ্যাডিনোয় আক্রান্ত হয়ে ১৩০৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ১৯ জন মারা গিয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছিল। কিন্তু আমাদের মতে, প্রকৃত পরিস্থিতির নিরিখে সংখ্যাটা মারাত্মক ভাবে কম দেখানো হয়েছে।’ যদিও এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ফোন করা হলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর দেননি।

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর থেকে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে মূলত শিশুদের মধ্যে অ্যাডিনোর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পায়। ২০২৩-এর মার্চের শেষ পর্যন্ত তা বজায় ছিল। এখন আবার ডিসেম্বর মাস চলছে। ফলে, অ্যাডিনোর প্রকোপ ফের বাড়ার আশঙ্কা রয়েছে। গত বারের প্রকোপের সময়ে কলকাতার প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, আইডি হাসপাতাল এবং হাওড়া, হুগলি, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার মতো জেলার সরকারি হাসপাতালে ভর্তি থাকা গুরুতর অসুস্থ শিশুদের কফের নমুনা পরীক্ষা করেছিল নাইসেড। আইসিএমআর তাদের রিপোর্টে জানিয়েছে, অ্যাডিনোয় আক্রান্ত পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে ‘বি৭/৩’ প্রজাতি এখন প্রধান ভূমিকা নিয়েছে। মানুষের উপরে এই ভাইরাসের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তার উপরেও আইসিএমআর জোর দিয়েছে। সেই প্রসঙ্গেও রাজ্য স্বাস্থ্য দফতরের ভূমিকার সমালোচনা করেছেন আইসিএমআরের কর্তারা।

নাইসেডের অধিকর্তা জানান, মূলত অতি মারাত্মক ধরনের ভাইরাস-ঘটিত রোগ এবং তার প্রতিষেধক নিয়ে গবেষণা করতে কলকাতায় উচ্চ মানের ‘বিএসএল-৩’ ল্যাবরেটরির জন্য আইসিএমআর ১০ কোটি টাকা বরাদ্দ করেছিল। গোটা দেশে এই রকম ১০টি ল্যাবরেটরি হবে। অধিকাংশ ল্যাবরেটরির কাজ শুরু হয়ে গেলেও রাজ্য স্বাস্থ্য দফতর আইডি হাসপাতালে ৬২০ বর্গফুট জমির অনুমোদন দিচ্ছে না বলে সেখানে কাজ আটকে রয়েছে। দু’বার তাদের চিঠি দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। ফলে, পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্বাঞ্চলে অতি জটিল কোনও রোগের প্রকোপ দেখা দিলে বিপদে পড়বেন মানুষই।

অন্য বিষয়গুলি:

Adenovirus Child Health ICMR WB Health Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy