Advertisement
০২ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2024

ভোটের প্রস্তুতিতে ‘ব্রাত্য’ উপদেষ্টা সংস্থা, রাশ মমতার

দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে দীর্ঘ দিন ধরেই কিছুটা ‘নিস্পৃহ’ রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার এই পরিস্থিতিতে সম্প্রতি নতুন করে সংগঠনের রাশ হাতে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

vote

—প্রতীকী ছবি।

রবিশঙ্কর দত্ত
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ০৭:৪০
Share: Save:

কাগজে- কলমে থাকলেও কার্যত ‘হাত গুটিয়ে’ বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’। লোকসভা ভোটের প্রস্তুতিতে জেলা তো নয়ই, রাজ্য স্তরেও এই মুহূর্তে ‘কাজ নেই’ তাদের। মতপার্থক্যের কারণে দলের উপর তলায় উদ্ভূত পরিস্থিতিতেই পেশাদার এই সংস্থার শীর্ষ কর্তারা আপাতত ‘নির্দেশে’র অপেক্ষায়।

দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে দীর্ঘ দিন ধরেই কিছুটা ‘নিস্পৃহ’ রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার এই পরিস্থিতিতে সম্প্রতি নতুন করে সংগঠনের রাশ হাতে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নির্বাচন পরিচালনায় তাঁর ভূমিকাই প্রধান ও শেষ, এমন বার্তাও সামনে আসতে শুরু করেছে। দলের এক নেতার কথায়, ‘‘এই মুহূর্তে দলীয় নেতাদেরই সাংগঠনিক কাজের প্রয়োজনীয় দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। ফলে, পরামর্শদাতার ভূমিকা অভ্যন্তরীণ কাজে একেবারেই নেই।’’ ওই পরামর্শদাতা সংস্থার সঙ্গে তৃণমূলের সংযোগের মূল সেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকই।

গত সপ্তাহেই সেই ভাবনা স্পষ্ট করে জেলা স্তরে দলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন মমতা স্বয়ং। অভিষেকের উপস্থিতিতেই সেখানেই ভোটমুখী দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। সেই বৈঠকে ‘আইপ্যাক’-এর প্রতিনিধি উপস্থিত থাকলেও দলের কোনও বিষয়েই তিনি কোনও মত দেননি। আইপ্যাক’ সূত্রে খবর, এই মুহূর্তে কেন্দ্রীয় ভাবে দলের ‘ডিজ়িটাল’ প্রচার ছাড়া আর কোনও কিছুই তারা দেখছে না। সংস্থার এক প্রতিনিধির কথায়, ‘‘পঞ্চায়েত ভোট ও তার পরবর্তী সময়ে বোর্ড গঠনে সংস্থার কিছু নির্দিষ্ট দায়িত্ব ছিল। কিন্তু তার পর থেকে রাজনৈতিক ও সাংগঠনিক কোনও কাজ করা হচ্ছে না।’’ পঞ্চায়েত ভোট তো বটেই, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল যে আন্দোলন শুরু করেছিল, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আইপ্যাক। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় আমূল বদল ঘটে তৃণমূল নেত্রীর হস্তক্ষেপে।

আগে বিধানসভা ও পুরসভা ভোটের আগে রাজ্যে বিভিন্ন পর্যায়ে প্রচার-পরিকল্পনার দায়িত্বে ছিল ‘আইপ্যাক’। মূলত তাদের তৈরি নকশা অনুযায়ীই একেবারে নীচের তলা থেকে প্রচার-পর্বে অংশ নিয়েছিলেন দলের রাজ্য, জেলা ও ব্লক স্তরের নেতারা। একেবারে বুথ পর্যন্ত সাংগঠনিক তৎপরতাকে চাঙ্গা রাখতে প্রচারের আলাদা আলাদা মোড়ক তৈরি করে দিয়েছিল তারাই। কিন্তু লোকসভা ভোটের আগে হাতে সময় কমে আসতে থাকলেও প্রার্থী বাছাই বা প্রচার পরিকল্পনা নিয়ে তৃণমূলে এই মুহূর্তে কার্যত ‘ব্রাত্য’ হয়ে রয়েছে ‘আইপ্যাক’। সংস্থা সূত্রে খবর, এই ধরনের কাজের জন্য নীচের তলায় যে সমীক্ষার কাজ করা দরকার, এ বার তা-ও সে ভাবে করা হয়নি।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 TMC I-Pac
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE