মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে— এমনই অভিযোগ তুলে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি। আর এই দিনই ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগের কথা প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তিনিই। সেখানেই তিনি বলেন, ‘‘এই শুনলাম, বিজেপি আমার নামে মামলা করেছে। আমি তো গত ১২ বছর ধরে এমপি হিসেবে যে পেনশন পাই, তা-ও নিই না। সাংসদ হওয়ার পরও কোনও দিন বিজনেস ক্লাসে যাত্রা করিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আমার যে প্রাপ্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, তা-ও নিই না। আমি যেখানে থাকি, সেটাও ঠিকায় ভাড়া। আমার নিজের বলতে কিছুই নেই।’’
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের পরিবারে বাবা ছিলেন। মা আর আমরা ছয় ভাই, দুই বোন। মা যত দিন বেঁচে ছিলেন, আমার কাছেই থাকতেন। মা চলে যাওয়ার পর একাই থাকি।’’ এর পরেই তিনি আরও বলেন, ‘‘আমরা ভাই-বোনেরা সবাই আলাদা আলাদা থাকি। যে যার পরিবার নিয়ে। কখনও-সখনও দেখা হয়। উৎসবের মরসুমের সময় আমাদের যোগাযোগ হয়। রাখিবন্ধনের সময়। কালীপুজোর সময়।’’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর তরফে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বিষয়ে এই বক্তব্যকে তাঁর সাফাই হিসেবে দেখছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘সব কিছুতেই যদি স্বচ্ছতা থাকে, তা হলে, সাফাই দেওয়া হচ্ছে কেন?’’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো সম্পর্ক নেই বলে এক বার তৃণমূল ভবনে উঠে গিয়েছিলেন। কিন্তু আবার তো ফিরে গিয়েছিলেন কালীঘাটের বাড়িতে। আর পরিবার নিয়ে এত দিন পর উনি সাফাই দিচ্ছেন কেন? কোনও কিছু কি ধরা পড়ার ভয় করছেন মুখ্যমন্ত্রী?’’