কাল থেকে উচ্চমাধ্যমিক।
রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামিকাল, বৃহস্পতিবার। আগেই নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য জুড়ে ২৫০টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতেও পরীক্ষা চলাকালীন বেশ কিছু এলাকায় ইন্টারনেটও বন্ধ রাখা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁস রুখতে এ বছর আরও কড়া নজরদারির বন্দোবস্ত করেছে শিক্ষা সংসদ। প্রতিটি কেন্দ্রে সংসদের প্রতিনিধিরা থাকবেন। সেন্টার ইনচার্জ, ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি ছাড়া কারও মোবাইল নিয়ে প্রবেশ একেবারে নিষেধ করা হয়েছে। মোবাইলে প্রশ্নফাঁস রুখতে প্রতিটি কেন্দ্রেই শিক্ষা সংসদের তরফে ‘স্পেশাল মোবাইল ইনভিজিলেটর’ নিয়োগ করা হচ্ছে। পরীক্ষার হলেকোনও মোবাইল নেই, তা নিশ্চিত করার পরই ‘ইনভিজিলেটর’ প্রশ্নপত্র বিতরণ করবেন। এ বছর ইনভিজিলেটরকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি মেটাল ডিটেক্টর ব্যবহার(শরীর স্পর্শ না করে) করে তল্লাশিও করতে পারবেন।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন মোট ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। প্রতিটি প্রশ্নপত্রের প্যাকেটে কম্পিউটার জেনারেট নম্বর (বার কোড) রয়েছে। ফলে প্যাকেট ট্রাক করা যাবে। যে ২৫০টি স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, সেখানে ‘স্পেশাল কাউন্সিল নমিনি’ থাকবেন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে কেউ ধরা পড়লে, তাঁর সে দিনের পরীক্ষা বাতিল করা হবে। মোবাইল ব্যবহার হয়েছে, তার প্রমাণ হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এমনকি, ওই পরীক্ষার্থী আর কোনও দিন সংসদের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন না বলে জানানো হয়েছে।পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশি নজরদারিও থাকবে।
আরও পড়ুন: দিল্লি পুলিশের প্রশংসা অমিতের, কক্ষত্যাগ কংগ্রেসের
আরও পড়ুন: দলে যোগ দিতেই জ্যোতিরাদিত্যকে রাজ্যসভার টিকিট দিল বিজেপি
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর্যন্ত কেউ শৌচালয়ে যেতে পারবেন না। দুপুর ১২ টা ৪৫ মিনিটের আগে কেউ পরীক্ষা হল থেকে বেরতে পারবেন না। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়তে পারবেন না। সংসদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। কেউ কোনও অসুবিধায় পড়লেটোল ফ্রি নম্বর ০৩৩ ২৩৩৭ ০৭৯২-এ ফোন করতে পারবেন। একই সঙ্গে থাকছেসেন্ট্রাল কন্ট্রোল রুমের ব্যবস্থাও। তার নম্বর,০৩৩ ২৩৩ ৭৪৯৮৪, ০৩৩ ২৩৩ ৭৪৯৮৫, ০৩৩ ২৩৩ ৭৪৯৮৬।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy