খুলে যাচ্ছে রেলের জাদুঘর। নিজস্ব চিত্র।
আগের সূচি মেনে আগামী রবিবার থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে হাওড়া স্টেশন সংলগ্ন রেলের জাদুঘর। তবে পর্যটকদের মানতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
পূর্ব রেলের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন এবং বিবর্তনের নথি এখানে রয়েছে। এ ছাড়াও দেড়শ বছরের পুরনো বাষ্পচালিত ইঞ্জিন এবং ভিন্টেজ কামরা রয়েছে এখানে। এমনকি পুরনো দিনের লন্ঠন সিগন্যাল, টেলিফোন এবং তার যন্ত্রাংশ-সহ বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সামগ্রীও রয়েছে।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, জাদুঘর খোলা হলেও, হাওড়া স্টেশনের আদলে তৈরি বিল্ডিং এবং হল অব ফেমের ভিতরে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। দর্শকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন যেন মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করেন। পাশাপাশি বলা হয়েছে শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও।
হাওড়া স্টেশন লাগোয়া এই জাদুঘরটি দেশ এবং বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বহু পর্যটক ভারতে রেলের ইতিহাস জানতে এখানে ভিড় জমান। সারা বছরই লেগে থাকে তাঁদের আনাগোনা। কিন্তু করোনার কারণে গত মার্চ মাস থেকে বন্ধ ওই জাদুঘর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy