ফাইল চিত্র।
বিধানসভা ভোটের আগে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির গায়ে ‘বহিরাগত’ তকমা সেঁটে দিয়েছেন তাঁরই দলের একাংশ। এ বারের ভোটে ওই কেন্দ্রে কোনও ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার দাবিও ওঠা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। রবিবার সাংবাদিক বৈঠক করে ইদ্রিশ দাবি করলেন, তিনি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বহিরাগত নন। উলুবেড়িয়া পুরসভার ভোটার তিনি। দলের যাঁরা তাঁকে বহিরাগত বলছেন, তাঁদের সঙ্গে বিজেপি’র আঁতাত রয়েছে বলে দাবি করেন ইদ্রিশ।
উলুবেড়িয়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে ইদ্রিশের মন্তব্য, ‘‘গত উপনির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে জয়লাভ করার পরে উলুবেড়িয়া পুরসভার ২৭নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছি। ঘর ভাড়া নিয়ে স্থায়ী ভাবে এখানেই বাস করছি। কেন্দ্রের মানুষের সঙ্গে প্রতিদিন আমার যোগাযোগ আছে। আমাকে বহিরাগত আখ্যা দিলে চলবে না। যাঁরা আমাকে বহিরাগত বলছেন, তাঁরা বিজেপির সঙ্গে আঁতাত করছেন।’’
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূলের সভাপতি বেণুকুমার সেন শনিবার আনন্দবাজারকে বলেছিলেন, ‘‘উনি (ইদ্রিশ) তো মাত্র ছ’মাস হল পুরসভার ভোটার হয়েছেন। থাকেন তো কলকাতায়।’’ এ নিয়ে ইদ্রিশ বলেন, ‘‘এখানে ভূমিপুত্র বা বহিরাগত বলে কিছু নেই। সে সব বললে টিকবে না।’’ বেণু বলেন, ‘‘এ নিয়ে যা বলার জেলা সভাপতি বলবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy