Advertisement
২২ জানুয়ারি ২০২৫

পুর ভোটের আসন সংরক্ষণের খসড়া তালিকা হাওড়ায়

এ দিন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য নিজের অফিসে সর্বদলীয় বৈঠক ডেকে পুরসভার ৬৬টি ওয়ার্ডের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০২:০৭
Share: Save:

অবশেষে পুর নির্বাচনের ঘণ্টা বাজল হাওড়ায়! শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকে হাওড়ার জেলাশাসক আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করলেন। জানিয়ে দিলেন, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৮ জানুয়ারি। নিয়ম অনুযায়ী, চূড়ান্ত তালিকা প্রকাশের ১০ সপ্তাহের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে হয়। জেলা প্রশাসনের কর্তাদের ধারণা, মার্চের শেষ বা এপ্রিলের গোড়ায় ভোট হতে পারে।

এ দিন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য নিজের অফিসে সর্বদলীয় বৈঠক ডেকে পুরসভার ৬৬টি ওয়ার্ডের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করেন। দেখা যায়, দু’জন প্রাক্তন মেয়র পারিষদ, বাণী সিংহরায় ও বিভাস হাজরার ছয় এবং ন’নম্বর ওয়ার্ড-সহ আরও ১২টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। সেই ওয়ার্ডগুলি হল: ৩, ১২, ১৫, ২১, ২৪, ৪৬, ৪৯, ৫২, ৫৫, ৫৮, ৬১ ও ৬৪। এর মধ্যে শুধুমাত্র ৪৬ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত। তবে ১৮, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২ ও ৪৫ নম্বর ওয়ার্ড আগের মতো এ বারও মহিলাদের জন্য সংরক্ষিত। পাশাপাশি দু’নম্বর ওয়ার্ডটিকে সাধারণ তফসিলি জাতির জন্য রাখা হয়েছে। বাকি কোনও ওয়ার্ডে সংরক্ষণ নেই।

এ দিন জেলাশাসক জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এ বার ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী বালির দিক থেকে এক নম্বর ওয়ার্ড শুরুর পরিকল্পনা থাকলেও তা এ বার হচ্ছে না। এক থেকে ৬৬ নম্বর ওয়ার্ড যেমন ছিল, তেমনই থাকছে। যদিও এ দিনের সর্বদলীয় বৈঠকে সব ক’টি বিরোধী দলই ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবি তুলেছে। বিজেপি এবং সিপিএমের দাবি, গত ৩০ বছর ধরে হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি। তাই এ বার তা করা প্রয়োজন। জেলা প্রশাসন জানিয়ে দেয়, কমিশনের নির্দেশ মেনেই তারা কাজ করছে। অভিযোগ জানাতে হলে কমিশনের কাছে জানাতে হবে। সিপিএম এ দিনই ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়।

অন্য বিষয়গুলি:

Howrah Municipal Corporation Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy