ব্লক সভাপতিকে প্রহার, অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • খানাকুল
তৃণমূলের নব নির্বাচিত খানাকুল-২ ব্লক সভাপতি-সহ দু’জনকে মারধরের অভিযোগ উঠল দলেরই নেতা তথা খানাকুল-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। সোমবার বিকেলে ব্লক অফিসের মূল ফটকে ঢোকার মুখে ওই ঘটনা ঘটে বলে থানায় অভিযোগে জানিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি অসিত সাঁতরা। অভিযোগ অস্বীকার করে খানাকুল-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি নজিবুল করিম বলেন, “মারধরের কোনও ঘটনা ঘটেনি। আমার উদ্দেশে অশালীন কথা বলায় প্রতিবাদ করা হয়েছে।” অশালীন কথা বলার পাল্টা অভিযোগ মানেননি অসিতবাবু। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিডিওর কাছে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচির তারিখ নেওয়ার জন্য ওই বিকেলে সেনহাট ব্লক অফিসে গিয়েছিলেন অসিতবাবু। সঙ্গে ছিলেন দলের ব্লক কমিটির সদস্য মহম্মদ ফারুক। কিন্তু সেই সময়ে বিডিওর সঙ্গে তাঁদের দেখা হয়নি। বাইরে চা খেয়ে পরে ফের তাঁরা ব্লক অফিস চত্বরে ঢোকার মুখে গোলমাল বাধে। অসিতবাবুর অভিযোগ “কোনও প্ররোচনা ছাড়াই নজিবুল আমাদের গালিগালাজ করেন এবং চড়-চাপড় মারেন। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে।” দলের কেউ কেউ মনে করছেন, দলের অঞ্চল কমিটি গঠনে অসিতবাবু অন্য কোনও নেতার পরামর্শ নিচ্ছেন না বলে নজিবুল করিম-সহ দলেরই একাংশের অভিযোগ আছে। তার জেরে গোলমাল হতে পারে। কমিটি গঠনে পরামর্শ না কথা অভিযোগ মানেননি অসিতবাবু। গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “খানাকুল বিধায়ককে বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট করতে বলেছি। দলের মধ্যে থেকে কেউ মাতব্বরি করলে কড়া পদক্ষেপ করা হবে।”
গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর
বাড়ির কাছেই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে সিঙ্গুরের হাবাসপোঁতা গ্রামের বাঘডাঙা ছিনামোড়ের বাসিন্দা বছর বিয়াল্লিশের এক ব্যক্তি এবং তাঁর প্রতিবেশী এক যুবতীর দেহ দু’টি মেলে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জটিলতায় জেরে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান। মাস দেড়েক ধরে তাঁরা নিখোঁজ ছিলেন। এ দিন সকালে গ্রামবাসীরা কাজে যাওয়ার পথে গ্রামের শেষ প্রান্তে একটি আম গাছের ডালে দু’জনের দেহ ঝুলতে দেখেন। দু’জনের গলায় একটি শাড়ি জড়ানো ছিল। গ্রামবাসীরাই দুই বাড়িতে খবর দেন। সিঙ্গুর থানার পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুগলেই বিবাহিত। দু’জনেরই একটি করে ছেলে এবং মেয়ে আছে। প্রতিবেশী হিসেবে কাঠমিস্ত্রি ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যুবতীর শ্বশুরবাড়ির সম্পর্ক ভালই ছিল। সেই সুবাদে দুই পরিবারের সদস্যদেরই পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। মৃতদের পরিবার সূত্রের খবর, যাতায়াতের সূত্রেই গত কয়েক বছর ধরে দু’জনের ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্পর্কের কথা জানাজানি হতে দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তার জেরেই মাস দেড়েক আগে বাড়ি ছেড়ে পালিয়ে যান দু’জনে। এ ব্যাপারে দু’টি পরিবারই সিঙ্গুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিল।
পথবাতি তিন গ্রাম পঞ্চায়েতে
নিজস্ব সংবাদদাতা • বাগনান
রাস্তার ধারে আলো বসানোর ব্যবস্থা করছে হাওড়ার বাগনান-১ পঞ্চায়েত সমিতি। খালোড়, বাগনান-১ এবং বাগনান-২ এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার পাকা রাস্তার ধারে আলো দেওয়া হবে বলে এই পঞ্চায়েত সমিতি সূত্রের খবর। এই কাজ করতে বাগনান ১ পঞ্চায়েত সমিতি নিজস্ব তহবিল থেকে ১৮ লক্ষ টাকা খরচ করছে। প্রতি মাসে বিদ্যুত্ বিল বাবদ যে পরিমাণ টাকা লাগবে তার কিছুটা অংশ সংশ্লিষ্ট তিনটি গ্রাম পঞ্চায়েতকে দেওয়ার জন্য অনুরোধ করা হবে বলে বাগনান ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সইদুল মির জানিয়েছেন। তিনি বলেন, “এই প্রকল্পে রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া, রাস্তায় আলো দিলে এলাকায় অপরাধ অনেকটা কমবে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু হয়ে যাবে।”
শাস্ত্রীয় গানের আসর আন্দুলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শীতের আমেজে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছিল হাওড়ার আন্দুলের জয়জয়ন্তী হলে। ‘উপলব্ধি’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠান হয়। সেতার ও সরোদে শর্মিলা দত্ত বুদ্ধদেব পালের যুগল বন্দিতে পুরিয়া ধানেশ্রী রাগ শ্রোতাদের মুগ্ধ করে। পরিবেশনার শেষ পর্বে তাঁদের দ্রুত লয়ের বাজনা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। পরে কণ্ঠশিল্পী মালিনী মুখোপাধ্যায় কৌশিক-কানাড়া রাগ শোনান। তবলায় সঙ্গত করেন রুদ্রনারায়ণ কল্যাণী। হারমোনিয়ামে ছিলেন বাবু বর্ধন। তানপুরায় দীপালি সরকার। মালিনী জিলাকাফি রাগে খেয়ালও পরিবেশন করেন। সঞ্চালনা করেন শ্রীতমা মুখোপাধ্যায়। অতিথি ছিলেন পদ্মভূষণপ্রাপ্ত সরোদ বাদক বুদ্ধদেব দাশগুপ্ত-সহ বিশিষ্টজনেরা।
সাহিত্যপাঠের আসর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সম্প্রতি হাওড়ার শ্যামপুরে ‘ভোরের আলো’ পত্রিকা এবং শ্যামপুর সংস্কৃতির যৌথ উদ্যোগে সাহিত্যপাঠের আসর বসেছিল ওই পত্রিকা ভবনে। আসরে স্বরচিত কবিতা পাঠ, ছড়া, সাহিত্য বিষয়ে আলোচনা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তির অনুষ্ঠান ছিল জমজমাট। এর পর যুধিষ্ঠির কয়াল রচিত গল্প সংকলন প্রকাশ করেন কবি আয়ুব আলি খান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পত্রিকা সম্পাদক সত্যব্রত দাস। ছিলেন শশাটি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক গৌরহরি বেরা, কবি অসিত দলপতি প্রমুখ।
বইমেলায় ভিড় হল বড়গাছিয়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়ায় চতুর্থ বড়গাছিয়া বইমেলা মঙ্গলবার শেষ হল। বড়গাছিয়া হাসপাতালের পাশের মাঠে মেলা শুরু হয় ১৫ ডিসেম্বর। বইয়ের স্টল ছিল ১৯টি। উদ্বোধন করেন রবীন্দ্রভারতীর প্রাক্তন উপাচার্য করুণাসিন্ধু দাস। মেলা কমিটির যুগ্ম সম্পাদক মহম্মদ জাহাঙ্গির এবং শ্রীকুমারজ্যোতি বন্দ্যোপাধ্যায় জানান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নাচ, আবৃত্তি, অঙ্কন, বক্তৃতা, বিতর্ক-সহ নানা বিষয়ের উপরে প্রতিযোগিতা হয়। প্রতিদিনই মেলায় ভিড় হয়েছে।
ক্রিকেটে চ্যাম্পিয়ন হুগলি জেলা একাদশ
চুঁচুড়া বেলতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে চুঁচুড়া ফুটবল মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৬ আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি জেলা একাদশ। গত রবিবার ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়ে দেয় অরুণলালের বোর্নভিটা ক্রিকেট অ্যাকাডেমিকে। সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভিডিওকন ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছিল হুগলি জেলা একাদশ। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ৭ ডিসেম্বর। হুগলি ছাড়াও অন্যান্য জেলা মিলিয়ে মোট আটটি দল যোগ দিয়েছিল। খেলার প্রত্যেক দিনেই দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
১০টি চোরাই বাইক উদ্ধার
দু’দিন ধরে তল্লাশি চালিয়ে গোঘাটের আশুথখোলা গ্রাম থেকে ১০টি চোরাই মোটরবাইক উদ্ধার করল পুলিশ। চোরাই বাইক কেনা-বেচার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই গ্রামের প্রশান্ত ঘোষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে বর্ধমান সদর থানা একটি মোটরবাইক চুরি চক্রে জড়িত অভিযোগে দু’জনকে ধরে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জেরার পর সোমবার রাতে বর্ধমান পুলিশ গোঘাট থানার সহযোগিতা নিয়ে প্রশান্তের বাড়ি থেকে চারটি মোটরবাইক উদ্ধার করে। প্রশান্তকে জেরা করে মঙ্গলবার ওই গ্রাম থেকেই আরও ৬টি বাইক উদ্ধার করা হয়।
প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতা
হাওড়ার জয়পুর পারবাকসিতে চিরনবীন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। ৯ ডিসেম্বর প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য প্রভাতফেরি, উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ওই অনুষ্ঠানের সূচনা হয়। পাঁচটি ইভেন্টে ১২ থেকে ৩০ বছরের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি বিভাগের প্রথম তিন জনকে পুরস্কৃত করা হয়। পরে সন্ধ্যায় নাচ-গান-আবৃত্তি-মূকাভিনয় পরিবেশন করেন প্রতিবন্ধী মহিলারা। সংস্থার পক্ষে সম্পাদক সুকুমার সাউ বলেন, “চেষ্টা যে সাফল্য আনতে পারে, আমাদের প্রতিবন্ধী মহিলারা তা করে দেখাতে পেরেছে।”
কলেজের অনুষ্ঠান
হাওড়ার জয়পুরে পঞ্চানন রায় কলেজের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল গত বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন মণ্ডল, আমতা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মিঠু বারুই, জেলা পরিষদ সদস্য রমেশ পাল প্রমুখ। তাঁদের সামনে গান পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। তবে বিশেষ আকর্ষণ ছিল স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের গান। সঞ্চালনায় ঝুমা চট্টোপাধ্যায়।
পত্রিকা প্রকাশ
বাগনানের ঝরাপতা ভবনে ‘নতুন প্রভাত’ সাহিত্য পত্রিকার ১৫০ তম সংখ্যা প্রকাশিত হল সম্প্রতি। এই উপলক্ষে ছিল সাহিত্য পাঠের আসরও। স্বরচিত কবিতা পাঠ, গল্প, প্রবন্ধ, সাহিত্য বিষয়ক আলোচনা ছাড়াও সঙ্গীত-আবৃত্তির অনুষ্ঠান ছিল। রবীন চট্টোপাধ্যায় সম্পাদিত ১৫০তম নতুন প্রভাত সাহিত্য পত্রিকাটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গ লোকশিল্পী সঙ্ঘের হাওড়া জেলা সম্পাদক তপন সেন।
আমতায় চক্ষু পরীক্ষা
হাওড়া আমতায় বড়মহরা আর সি সি সবুজ সংগঠন এবং গঙ্গাধর ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল বড়মহরা শিবতলা প্রাঙ্গণে। বিনামূল্যে ১২০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ছানি অপারেশন হয়। কনট্যাক্ট লেন্স বিনা খরচে দেওয়া হবে। উদ্বোধন করেন গঙ্গাধরপুর কলেজের প্রতিষ্ঠাতা সন্তোষ দাস।
অনুষ্ঠানের সূচনা হয়
পাঁচটি ইভেন্টে ১২ থেকে ৩০ বছরের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি বিভাগের প্রথম তিন জনকে পুরস্কৃত করা হয়। পরে সন্ধ্যায় নাচ-গান-আবৃত্তি-মূকাভিনয় পরিবেশন করেন প্রতিবন্ধী মহিলারা। সংস্থার পক্ষে সম্পাদক সুকুমার সাউ বলেন, “চেষ্টা যে সাফল্য আনতে পারে, আমাদের প্রতিবন্ধী মহিলারা তা করে দেখাতে পেরেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy