পোড়ামাটি-শিল্পর কর্মশালা শ্যামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর
—নিজস্ব চিত্র।
পোড়ামাটির শিল্পকর্মের কর্মশালা ও প্রদর্শনী হয়ে গেল শ্যামপুরের দেওয়ানতলায়। এর আয়োজন করেছিলেন শিল্পী তপন কর। কর্মশালার উদ্বোধন করেন সাহিত্যিক অমিতাভ সরকার। কর্মশালায় বিভিন্ন ধরনের উন্নত মানের ফুলের টব, পট, নানা রকমের পুতুল তৈকি ও তা সংরক্ষণ বিষয়ে আলোচা হয়। সেই সঙ্গে ছিল পোড়ামাটির বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী। উপস্থিত ছিলেন শিল্পীরাও।
অন্তঃসত্ত্বার পেটে লাথি, পলাতক স্বামী
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
প্রেম করে মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর গর্ভস্থ সন্তানকে অস্বীকার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। তারই জেরে সোমবার দুপুরে অন্তঃসত্তা স্ত্রীর পেটে লাথি মারার আভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আরামবাগের গোলামিচক গ্রামের ঘটনা। স্বাতী বেরা নামে ওই বধ একাকী বাসে চেপে রক্তাক্ত অবস্থাতেই আরামবাগ থানায় চলে আসেন। পুলিশই তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর জবানবন্দির ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। স্বামী আশিস বেরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। স্বাতীদেবীর ভাসুর শ্রীমন্ত বেরাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলামিচকের বাসিন্দা আশিস বেরার সঙ্গে পুড়শুড়ার হাটি গ্রামের স্বাতীর প্রেম ছিল বছর কয়েক ধরে। দুই পরিবারের সম্মতিতে মাস ছয় আগে তাঁরা বিয়ে করেন। স্বাতীদেবীর অভিযোগ, মাস তিনেক ধরে স্বামী তাঁর গর্ভস্থ সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ করে অশান্তি শুরু করে। এমনকী তাঁকে নিয়ে ঘর করবে না বলে হুমকি দিয়ে বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা এবং ২ ভরি সোনার গয়না আনতে বলে। এদিন দুপুরে সে সব নিয়ে নিয়ে বচসার মধ্যেই হঠাত্ তাঁর পেটে লাথি মারে স্বামী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাতীদেবীর চিকিত্সা শুরু হয়েছে। গর্ভস্থ ভ্রুণের কোনও ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
পাঁচারুলের প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর
হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের পাঁচারুল পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের কানাইলাল মাইতি (৭৭) মারা গেলেন। শনিবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হলে রবিবার দুপুরে সেখানেই তিনি মারা যান। কানাইবাবু ওই পঞ্চায়েতে ১৯৮২ সাল থেকে পাঁচ বার প্রধান এবং দু’বার উপ-প্রধানের দায়িত্ব সামলান। গত পঞ্চায়েত নির্বাচনে গোটা জেলায় যখন কংগ্রেস ধরাশায়ী হয়, তখন কানাইবাবুর নেতৃত্বে একমাত্র পাঁচারুল পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখে কংগ্রেস। প্রধানের পদটি সংরক্ষিত হয়ে যাওয়ায় উপ-প্রধান হিসাবে নির্বাচিত হন তিনি। দলমত নির্বিশেষে বহু মানুষ সোমবার পাঁচারুলে এসে কানাইবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জঞ্জাল থেকে বিদ্যুৎ
ভাগাড় পরিদর্শনে জার্মানরা।
হাওড়ার বেলগাছিয়া ভাগাড় নিয়ে হাওড়া পুরসভার বিড়ম্বনা দীর্ঘ দিনের। আবর্জনা জমে ভাগাড়ের উচ্চতা ১০ তলা ছাড়িয়ে গিয়েছে। হাওড়া পুরসভায় দ্বিতীয় কোনও জায়গা না পাওয়ায় প্রতিদিন গোটা শহরের আবর্জনা সেখানেই জমা হয়। হাওড়ায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই ভাগাড়ের ওই জঞ্জাল কী ভাবে অপসারণ করা যায় তাই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। সম্প্রতি পুরসভার তরফে এক জার্মান সংস্থার সঙ্গে জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে কথা হয়। ওই সংস্থার প্রতিনিধিদলের ৬ সদস্য সোমবার ভাগাড় পরিদর্শন করেন। এ দিন পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল) গৌতম চৌধুরী জানান, ওই সংস্থাটি এই উঁচু জঞ্জালের পাহাড় দেখে অবাক হয়ে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এক টন জঞ্জাল থেকে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। বেলগাছিয়া ভাগাড় থেকে তাই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এ ব্যাপারে সংস্থাটি শীঘ্রই পুরসভায় রিপোর্ট জমা দেবে।
বাস ও লরির সংঘর্ষে জখম ২৫ মুথাডাঙায়
দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: মোহন দাস।
সোমবার সকালে আরামবাগের মুথাডাঙায় বাস এবং লরির সংঘর্ষে ২৫ জন বাস যাত্রী আহত হন। তাঁদের মধ্যে এক শিশু এবং ৭ জন মহিলা-সহ ১৩ জনকে গুরুতর অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়। বাস এবং লরিটি আটক করেছে পুলিশ। দুই গাড়ির চালক-সহ কর্মীরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রেক খবর, সকাল ১০টা নাগাদ জনা ষাটেক যাত্রী নিয়ে গোঘাটের বালি দেওয়ানগঞ্জ থেকে তারকেশ্বর যাচ্ছিল বাসটি। স্থানীয় বলরামপুর স্টপেজের পর বাসটি তীব্র গতিতে ছুটতে থাকে বলে আহত বাসযাত্রীরা জানান। সেই সময় উল্টো দিক থেকে আরামবাগমুখী এরটি লরিও দ্রুতগতিতে আসছিল। মুথাডাঙা ঢোকার মুখে একটি বাঁকে দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তালা ভেঙে চুরি স্কুলে
রবিবার রাতে গোঘাটের বালিবেলা হাইস্কুলের তালা ভেঙে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করল দুষ্কৃতীরা। ক্লাশ রুম এবং স্টাফ রুম মিলিয়ে মোট সাতটি ঘরের তালা ভাঙে চোরেরা। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার বসাক সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, স্কুলে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও কি ভাবে চুরি হল তার তদন্ত শুরু হয়েছে। স্কুল ও স্থানীয় সূত্রের খবর, পুজোর ছুটির পর এ দিনই স্কুল খোলে। নৈশপ্রহরী বাপি দাস সকালে প্রধান শিক্ষককে ফোন করে স্কুলের ফটক সহ বিভিন্ন ঘরের তালা ভাঙার বিষয়টি জানান। স্কুলকমিটির সম্পাদক অভয় কুণ্ডুর কাছেও খবর যায়। বাপি দাস জানান, তিনি স্কুলের দোতলায় একটি ঘরে শুয়েছিলেন। স্থানীয় কালীপুজো বিসর্জনকে কেন্দ্র করে বাজনা এবং মাইকের শব্দে প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে রাত দেড়টা নাগাদ একটা শব্দ পেলেও নীচে নেমে কয়েকটি ঘরের তালা বাঙা দেখে ভয়ে ফের নিজের ঘরে ফিরে যান। রাতেই কাউকে ফোন না করা নিয়ে তাঁর যুক্তি, “ভয় পেয়ে গিয়েছিলাম।”
জলসায় ভাঙচুর, ধৃত ১
আরামবাগের সতীতলায় একটি কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে বচসা থেকে মারপিট, মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। পুজো কমিটির অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের ঘটনা।
আসছে বছর আবার। ফুলেশ্বরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy