বর্ধিত বাস ভাড়া ঘিরে বচসা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বর্ধিত বাস ভাড়া নিয়ে চালক ও কন্ডাক্টরদের সঙ্গে মারামারিতে জড়ালেন যাত্রীরা। মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ের ঘটনা। পুলিশ জেনেছে, ঘটনার সূত্রপাত সাঁতরাগাছি থেকে ধর্মতলা রুটে বর্ধিত বাস ভাড়া নিয়ে। যাত্রীদের অভিযোগ, আগে ওই রুটে ভাড়া ছিল ১০ টাকা। ভাড়া বৃদ্ধির ঘোষণার পরে তা ১৪ টাকা করে নেওয়া হচ্ছে। যাত্রীদের বক্তব্য, সরকার ১ টাকা ভাড়া বৃদ্ধির কথা বলেছিলেন। তাই এর বেশি ভাড়া তাঁরা দেবেন না। অন্য দিকে কন্ডাক্টরদের দাবি, পরিবহণ দফতরের বর্ধিত ভাড়ার তালিকা অনুযায়ী সাঁতরাগাছি থেকে ধর্মতলা ৪ টাকা ভাড়া বেড়েছে। তাই ওই ভাড়াই দিতে হবে। যাত্রীরা বর্ধিত ভাড়া দিতে অস্বীকার করায় দু’পক্ষে বচসা বাঁধে। পরে তা পৌঁছয় হাতাহাতিতে। ক্ষুব্ধ যাত্রীরা পথ অবরোধ করলে কোনা এক্সপ্রেসওয়ের হাওড়ামুখী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা অবরোধ চলার পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলে।
ফাইনালে বলুহাটি ও জাঙ্গিপাড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়ার গড়ভবানীপুর সোনাতলা রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত আট দলের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে হাওড়ার বলুহাটি ও হুগলির জাঙ্গিপাড়া ক্লাব। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর উদয়নারায়ণপুর সোনাতলা ফুটবল মাঠে। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ২৭ জুলাই।
ট্রাকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা
ট্রাকের ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার ঘোষপাড়ায় অহল্যাবাঈ রোডে। রাত পর্যন্ত মৃতার পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই মহিলা অটোয় চড়ে কুমিড়মোড়ার দিক থেকে চণ্ডীতলার দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোর সামনে বসা ওই মহিলা কোনওভাবে ঘোষপাড়ার কাছে অটো থেকে পড়ে যান। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক ও চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মহিলাদের ভোটের জন্য বাড়তি উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
ভোটদানে মহিলাদের বেশি মাত্রায় সামিল করতে এ বার মহিলারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার-তালিকায় নাম তুলবেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত গ্রাম ধরে এ কাজ করবেন স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ির কর্মী সহায়িকারা। ব্লক প্রশাসনগুলির কাছে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে গত শনিবার। গ্রামে অনেক মহিলা আছেন যাঁরা ভোটদানে যোগ্য অথচ ভোটার তালিকায় নাম নেই বা তোলেননি। তাঁদের ভোটাধিকার নিয়ে সচেতন করবেন ওই কর্মীরা।
ডোমজুড়ের মহিয়াড়ির ফটির বাজারের কাছে রাস্তার অবস্থা। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
বাদুড়ঝোলা। আমতায় সুব্রত জানায় তোলা ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy