Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

“জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা কেন দল ছেড়ে চলে যাচ্ছে তা দেখা দরকার। তাঁদের সঙ্গে কথা বলে তাদের অভিযানটা বুঝতে হবে।” রবিবার জগত্‌বল্লভপুরে বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালায় ভোট পরবর্তী কংগ্রেসের এক সভায় এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান।

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০২:৩৩
Share: Save:

হাওড়ায় সভায় সারদা নিয়ে ফের মমতাকে কটাক্ষ মান্নানের
নিজস্ব সংবাদদাতা • জগত্‌বল্লভপুর

“জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা কেন দল ছেড়ে চলে যাচ্ছে তা দেখা দরকার। তাঁদের সঙ্গে কথা বলে তাদের অভিযানটা বুঝতে হবে।” রবিবার জগত্‌বল্লভপুরে বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালায় ভোট পরবর্তী কংগ্রেসের এক সভায় এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান। এ দিন তিনি বলেন, “কংগ্রেস উত্থান-পতনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে। তাই লোকসভার এই ফলে দলের কর্মীদের হতাশ হওয়ার কোনও কারণ নেই।” তৃণমূল কংগ্রেসের উদ্দেশে তাঁর মন্তব্য, “যত চোর, ডাকাত এই দলে রয়েছে। দলটি দিন দিন লুম্পেনদের দলে পরিণত হয়েছে।” মান্নান আরও জানান, আগামী দিনে এই দলের সঙ্গে যাতে কংগ্রেস জোট না করে এ ব্যাপারে সর্বোচ্চ নেতৃত্বের কাছে তিনি আর্জি জানাবেন। প্রয়োজনে তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে অন্য দলের সঙ্গে জোট করে লড়তে হবে। এদিন সারদা কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তৃণমূল সারদার সব তথ্য লোপাট করতে চাইছে। চারিদিকে ছবি দিয়ে যাকে সততার প্রতীক বলা হয়েছিল। দু’বছরে মানুষ তার আসল রূপ বুঝতে পারছে।

গ্যাস লিক করে বাড়িতে আগুন

ছবি: শান্তনু ঘোষ।

রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে পুড়ে ছাই হয়ে গেল বেলুড়ের সুভাষপল্লির এই বাড়িটি। রবিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাড়িটি সুব্রত চট্টোপাধ্যায় নামে পেশায় পুরোহিত এক ব্যক্তির। এ দিন তিনি ছিলেন না। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী অপর্ণাদেবী ও ছেলে শুভ। অপর্ণাদেবী রান্নাঘরে থাকাকালীন সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরে যায়। পড়শিরা মা ও ছেলেকে উদ্ধার করলেও তাঁদের তিনটি ঘর ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রের খবর, বাড়িটির টালির চাল দাউদাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

সিলিন্ডার ফেটে জখম ৬ গোঘাটে

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখন হলেন ৬ জন। আহতদের মধ্যে চায়ের দোকানের মালিকও রয়েছেন। রবিবার বিকালে গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার রামানন্দপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। দোকান মালিক-সহ দু’জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্‌সা করা হয়। আহতেরা সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এ দিন বিকেল চারটে নাগাদ চায়ের দোকানে জনা ১২ গ্রামবাসী চা খেতে যান। তাঁদের জন্য চা করতে ওভেন জ্বালাতেই গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। বিকট শব্দে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দোকানের জিনিসপত্র। আগুনে কমবেশি পুড়ে যান ৬ জন। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যান।

মাদ্রাসার নয়া ভবন

রবিবার সকালে গোঘাট-২ ব্লকের পূর্ব চাকলা গ্রামে একটি জুনিয়র মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমাশাসক প্রতুল কুমার বসু, গোঘাট-২ এর বিডিও শিবপ্রিয় দাশগুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মন্ডল প্রমুখ। প্রসঙ্গত স্থানীয় কয়েকজন বেকার যুবক ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পরে মাদ্রাসার পঠনপাঠন চালাতেন। সম্প্রতি মাদ্রাসাটি সরকারি অনুমোদন পেয়েছে। মাদ্রাসার ভবন নির্মাণের জন্য ২৬ লক্ষ টাকা অনুদানও পাওয়া গিয়েছে।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy