Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bandel Church

বড়দিনে ব্যান্ডেল চার্চের মাঠেও প্রবেশ নিষেধ

গেটের বাইরে থেকে দর্শনার্থীরা জিশুকে শ্রদ্ধা জানাতে পারবেন। দেখতে পারবেন জিশুর জন্ম-কাহিনি সংবলিত ‘গোশালা’।

ফাঁকা ব্যান্ডেল চার্চ। —নিজস্ব চিত্র।

ফাঁকা ব্যান্ডেল চার্চ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ব্যান্ডেল শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৫:৩৪
Share: Save:

দীর্ঘদিন ধরেই বড়দিন এবং ইংরেজি নতুন বছরের প্রথম দিন ব্যান্ডেল চার্চের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তবে, তাঁরা চার্চের মাঠে যেতে পারতেন। সেখানে ভিড় হত। এ বার করোনা আবহে মাঠে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করলেন চার্চ কর্তৃপক্ষ। গেটের বাইরে থেকে দর্শনার্থীরা জিশুকে শ্রদ্ধা জানাতে পারবেন। দেখতে পারবেন জিশুর জন্ম-কাহিনি সংবলিত ‘গোশালা’।

এই বিধিনিষেধের কথা জানিয়ে চার্চের ফাদার ফ্রান্সিস বলেন, ‘‘অতিমারির কারণে জনসমাগম এড়াতেই এই সিদ্ধান্ত। মধ্যরাতের প্রার্থনাসভাও বাতিল হয়েছে। বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হচ্ছে। তা-ও বিধিনিষেধ মেনেই পালন করা হবে। সাধারণ মানুষের জন্য চার্চের তরফে প্রার্থনা করা হবে।’’ একই ভাবে ওই দু’দিন চন্দননগরের রোমান ক্যাথলিক চার্চের দরজাও বন্ধ থাকছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

Bandel Church Christmas Coronavirus in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy