চ্যাম্পিয়ন শ্রীরামপুর স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ট্রফি জিততে মরিয়া শ্রীরামপুর স্পোর্টিংয়ের কর্তারা সাত-সাত জন বিদেশি খেলোয়াড় নামিয়েছিলেন মাঠে। বাস্তবিকই তাঁদের সঙ্গে এঁটে উঠতে পারল না বৈদ্যবাটির বিএস পার্ক। ফলে শ্রীরামপুর স্পোর্টিং আয়োজিত আটদলীয় আমন্ত্রণমূলক ফুটবলে চ্যাম্পিয়নস্ ট্রফি ঘরেই রইল। স্পোর্টিংয়ের মাঠে প্রতিযোগিতা শুরু হয় ১৯ জানুয়ারি। ২৬ তারিখে ফাইনাল হয়। স্পোর্টিং জেতে ৩-১ গোলে। স্পোর্টিংয়ের সব গোলই আসে নাইজেরিয়ানদের পা থেকে। দু’টি গোল করেন কাজিম। অপরটি ইফিয়ানি। বৈদ্যবাটির দলটির একমাত্র গোলটি করেন প্রসূন সাহা। ম্যান অব দ্য ফাইনাল হন ইফিয়ানি। প্রতিযোগিতার সেরা হন জয়ী দলেরই মুন্না দেবনাথ। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় জিতেন্দ্রনাথ লাহিড়ি ট্রফি। রানার্স দল পায় ললিতমোহন ভট্টাচার্য স্মৃতি ট্রফি। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার মেহতাব হোসেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়, মহকুমাশাসক মৃণালকান্তি হালদার, চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদার, শ্রীরামপুর থানার আইসি প্রিয়ব্রত বক্সি প্রমুখ।
ফুটবলে জয়ী আনুলিয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্য পুলিশের উদ্যোগে আমতা থানা, আমতা থানা সমন্বয় কমিটি ও আমতা-জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ সহযোগিতায় আমতা থানা আন্তঃ অঞ্চলভিত্তিক নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল ৩১ জানুয়ারি আমতা স্পোর্টিং ক্লাবের মাঠে। ফাইনালে আনুলিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত একাদশের খেলায় নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আনুলিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ হন আনুলিয়া একাদশের গোলকিপার মৃণ্ময় মণ্ডল। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন সিরাজবাটি একাদশের প্রবীণ মণ্ডল। রেফারি ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। খেলার উদ্বোধন করেন আমতার সিআই তাপস কুমার মৌলিক। উপস্থিত ছিলেন এসডিপিও শ্যামল সামন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ) ইন্দ্র চক্রবর্তী ও আমতা থানার ওসি পার্থসারথি হালদার।
কাঁটাপুকুরে ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বাগনানের বৃন্দাবনপুরে কাঁটাপুকুর শহিদ স্মৃতি সঙ্ঘের উদ্যোগে ২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বৃন্দাবন পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনদিনের অনুষ্ঠান শুরু হয় ২৩ জানুয়ারি। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ১০০ মিটার দৌড়, আলু দৌড়, অঙ্ক দৌড়, বালতিতে বল নিক্ষেপ, হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, শঙ্খধ্বনি, যেমন খুশি সাজো প্রভৃতি ১২টি ইভেন্টে ১৮০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। এ ছাড়া যোগাসন এবং বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৩৯০ জন প্রতিযোগী যোগ দেয়। রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, বিতর্ক, ক্যুইজ নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যনাট্য, গীতিআলেখ্য, বাউল, নাটকের আসর ছিল জমজমাট।
জয়ী মাকড়দহ ইউনাইটেড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়ার জগত্বল্লভপুরে পাতিহালে নবারুন অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল মাকড়দহ ইউনাইটেড কোচিং ক্যাম্প। ফাইনালে তারা জগত্বল্লভপুরের বালিয়া অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয়। ম্যান অফ দ্য ম্যাচ হন অনুপম বিশ্বাস এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন আজাদ আলি মল্লিক। উভয়েই মাকড়দহ ইউনাইটেড কোচিং ক্যাম্পের খেলোয়াড়। খেলা পরিচালনা করেন রেফারি এম মির্দা। ২৩ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ওই প্রতিযগিতার উদ্বোধন করেন পাতিহাল নবারুন অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি বাসুদেব সাঁপুই। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় অমর গঙ্গোপাধ্যায় ও জহর দাস এবং মহমেডান ক্লাবের প্রাক্তন ফুটবলার শেখ সিকান্দার।
হরিপালে ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হরিপালের কিঙ্করবাটীর বেনেযমুনা মাকালেশ্বরী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদক অমল সাঁতরা জানান, আটটি দলকে নিয়ে প্রতিযোগিতা হয় ক্লাবের মাঠে। চ্যাম্পিয়ন হয় কিঙ্করবাটী ফুটবল অ্যাসোসিয়েশন। ফাইনালে তারা ৩-০ গোলে হারায় জনাই বাক্সা স্পোর্টিং ক্লাবকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না-সহ অন্যরা।
অম্বর রায় ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিএবি পরিচালিত অম্বর রায় ক্রিকেট প্রতিযোগিতার অনূর্ধ ১৪ বিভাগের দ্বিতীয় রাউন্ডে উঠল হাওড়ার ফণিভূষণ ক্রিকেট কোচিং সেন্টার। মঙ্গলবার মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে তারা বাগনান ক্রিকেট কোচিং সেন্টারকে হারায়। অনূর্ধ ১৭ বিভাগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে লিলুয়ার সরোদ স্মৃতি ক্রিকেট কোচিং সেন্টার। মানকুণ্ডু স্পোর্টিংয়ের কর্মকর্তা অভীক খান জানান, আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ওই ক্লাবের মাঠে আন্তঃজেলা সাব জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতা হবে।
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জগত্বল্লভপুর বড়গাছিয়া আরএসবি যুব সঙ্ঘের ৪৫ তম ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ২৬ জানুয়ারি বড়গাছিয়া লেভেল ক্রসিং ফুটবল মাঠে। ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ১০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, লংজাম্প, হাইজাম্প, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি আঁকো প্রভৃতি ১৬টি বিষয়ে চারশোরও বেশি প্রতিযোগী যোগ দিয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়। উদ্বোধন করেন জগত্বল্লবপুরের বিধায়ক আবুল কাশেম মোল্লা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy