Advertisement
২৪ নভেম্বর ২০২৪

কোথায় কী

উলুবেড়িয়ায় নাট্য উৎসব

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪০
Share: Save:

উলুবেড়িয়ায় নাট্য উৎসব

চারদিনব্যাপী নাট্য উৎসবরে সমাপ্তি হল উলুবেড়িয়ায়। রবীন্দ্রভবনে ‘অন্বেষণ’-এর উদ্যোগে ৪৬ তম নাট্য উৎসবের উদ্বোধন হয় ২৩ জানুয়ারি। উৎসবে হাওড়া ছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতা থেকে যোগ দিয়েছিল আটটি নাটকের দল। প্রথম দিন মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল ‘রঙরূপ’-এর প্রযোজনা অধরা মাধুরী। মৃত মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখার নানা পন্থা নিয়ে নাটকের নানা দৃশ্য নাটকটিকে খুবই উপভোগ্য করে তোলে। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় উত্তরপাড়ার সমতটের নাটক ‘পান্তভূত-জ্যান্ত ছানা’। শিশুদের জন্য তৈরি এই নাটক ছোটদের মন জয় করে নেয়। হোাড়ার ‘জোনাকি’ নাট্যদলের নাটক ‘দ্রোহশ্বাস অমিতচারী বাতাসের নীচে শুয়ে আছে’। দক্ষিণ বারাসাতের বর্ণময় প্রযোজিত ‘লাইফ অ্যান্ড ডেথ’ নাটকটিও দর্শকদের নজর কেড়েছে। তৃতীয় দিন মঞ্চস্থ হয় কলাকাতর সংস্তব প্রযোজিত নাটর ‘স্পর্ধাবর্ণ’। উৎসবের শেষ দিন পরিবেশিত নদিয়ার শান্তিপুর সাংস্কৃতিক সংস্থার নাটক ‘ফিরে দেখা’। মৃত্যুর পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নানা ব্যবহার নিয়ে আদ্যন্ত সাজানো এই নাটক উপভোগ্য হয়ে উঠেছিল। উত্তর ২৪ পরগনার ইছাপুর আলেয়ার নাটক ‘ইচ্ছেডানা’ এবং অন্বেষণের নাটক ‘নিঃশব্দ পরিক্রমা’ও দর্শকদের মন জয় করেছে। সংস্থার কর্ণধার প্রবীর দত্ত জানান, ১৯৬৯ সাল থেকে এই নাট্য উৎসবের আয়োজন হয়ে আসছে।

আমতায় শিশুমেলা

সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শিশুতীর্থ ক্লাবের উদ্যোগে শিশু মেলা হয়ে গেল আমতার মান্দারিয়ায়। বর্ণাঢ্য প্রভাতফেরি, অতিথিবরণ, উদ্বোধনী সঙ্গীতে উৎসবের সূচনা করেন বিধায়ক নির্মল মাজি। দৌড়, লেবু-দৌড়, যেমন খুশি সাজো, নৃত্য-নাট্য, গীতি-নাট্য, আবৃত্তি, বসে আঁকোয় প্রায় পাঁচশো শিশু যোগ দিয়েছিল।

শ্যামপুরে কৃষিমেলা

হাওড়ার শ্যামপুরে অনুষ্ঠিত হল মাটি, কৃষি, উদ্যান মৎস্য ও প্রাণিসম্পদ মেলা। রাজ্য সরকারের কৃষি বিভাগের উদ্যোগে ও শ্যামপুর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় তিনদিনের ওই মেলা শেষ হয় ১৭ জানুয়ারি। মেলার উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মঞ্জু অধিকারী। মেলায় কৃষিজাত দ্রব্যের প্রদর্শনীর পাশাপাশি ছিল প্রতিযোগিতাও।

পিঠে-পার্বণ উৎসব ব্যান্ডেলে।

অন্য বিষয়গুলি:

southbengal hgly kothay kothay ki
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy