বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য প্রতিবেশীদের হাতে নিগৃহীত হয়ে অপমানে আত্মঘাতী হলেন এক বধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ঘটনা। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্বতঃপ্রণোদিত ভাবে খোঁজখবর করছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, নিগৃহীতার স্বামী কর্মসূত্রে ভিন্রাজ্যে থাকেন। প্রতিবেশীদের কয়েক জনের দাবি, স্বামী বাড়িতে না-থাকার সুযোগে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন।
দিন কয়েক আগের ঘটনা। রাতের বেলা এলাকার কয়েক জন মানুষ ওই বধূর বাড়ি থেকে এক পুরুষকে ধরেন। তার পরে তুলে বধূ এবং তাঁর প্রেমিক সন্দেহে আটক করা যুবকের উপর শুরু হয় মারধর।
আরও পড়ুন:
অভিযোগ, ওই বধূ এবং যুবককে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর শুরু করেন গ্রামবাসীদের কয়েক জন। ওই অবস্থায় দু’জনের ছবি মোবাইল ক্যামেরায় তুলে সেগুলো সমাজমাধ্যমে ‘ভাইরাল’ করে দেওয়া হবে হুমকি দেওয়া হয়। এবং সেটা হয়ও। এলাকার অনেকের মোবাইলে নির্যাতিত বধূর ছবি পৌঁছে যায়। সেই অপমান সহ্য না করতে পেরে শনিবার ওই বধূ আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের দাবি। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর খবর দেওয়া হয় থানায়।
যদিও এ বিষয়ে শ্যামপুর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর। থানার এক পুলিশ আধিকারিক জানান, ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখছে। এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।