Advertisement
E-Paper

উদয়নারায়ণপুর থেকে দু’টি নয়া বাসরুট চালু

গত বৃহস্পতিবার পাঁচলায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন বাস-মালিকের হাতে নতুন  রুটের পারমিট তুলে দেন।

A Photograph of new buses launched in Udayanarayanpur

নতুন বাসরুটের উদ্বোধন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৬
Share
Save

হাওড়ার উদয়নারায়ণপুর থেকে নতুন দু’টি বেসরকারি বাসরুট চালু হল মঙ্গলবার। একটি গড় ভবানীপুর থেকে হাওড়া। অন্যটি গড়ভবানীপুর থেকে হুগলির তারকেশ্বর পর্যন্ত।

গত বৃহস্পতিবার পাঁচলায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন বাস-মালিকের হাতে নতুন রুটের পারমিট তুলে দেন। সেই মতো মঙ্গলবার গড়ভবানীপুরে মঙ্গলবার একটি সভা করে ওই দু’টি বাসরুট চালু করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, গড় ভবানীপুর থেকে হাওড়া রুটে ১৪টি বাস চলবে। অন্যটিতে ১০টি বাস। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, ‘‘উদয়নারায়ণপুরে রেল যোগাযোগ নেই। তাই মানুষকে বাসের উপর নির্ভর করতে হয় হাওড়ায় যাওয়ার জন্য। রানি ভবশঙ্করী পর্যটনকেন্দ্র তৈরি হয়েছে গড় ভবানীপুরে। এই পর্যটন কেন্দ্রে সহজে যাতে অনেকে আসতে পারেন, সে জন্যই এই চিন্তাভাবনা।’’

নতুন বাসরুট চালু করা হলেও রাস্তায় বেআইনি অটো-ট্রেকারের দাপট না কমলে তাঁদের লাভ হবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বাস-মালিকেরা। এক বাস-মালিক বলেন, ‘‘বেআইনি ট্রেকার-অটোর জন্য জেলায় বিভিন্ন রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসন বেআইনি ট্রেকার-অটো বন্ধ না করলে বাস চালানো কঠিন হবে। ডিজ়েলের দাম বাড়ছে। গাড়ির যন্ত্রাংশের দামও ঊর্ধ্বমুখী। সব কিছু করেও যাত্রী না পেলে বাস চালানো দুষ্কর হবে।’’

বিধায়কের আশ্বাস, ট্রেকার-অটো গ্রামের রাস্তায় চালানো হবে। তাতে সহজেই মানুষ বাস থেকে নেমে গ্রামে চলে যেতে পারবেন। এরপরে উদয়নারায়ণপুর থেকে দিঘা এবং তারাপীঠ রুটেও বাস চালানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিধায়ক। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিডিও প্রবীরকুমার সিট ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bus Routes new route Howrah

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}