তিন কিশোর-কিশোরীর সম্পর্কের টানাপড়েনে খুন হল একজন। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার শোরগোল হাওড়ার লিলুয়ার বামনগাছি এলাকায়।
মৃত নাবালকের পরিবার সূত্রে খবর, বছর খানেক আগে এক কিশোরীর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়েছিল ছেলে। এই সম্পর্কের আগে ওই কিশোরীর সঙ্গে গোলাবাড়ি থানার ফকিরবাগানের এক কিশোরের প্রেম ছিল। এই ত্রিকোণ সম্পর্কের টানাপড়েনে সমস্যার সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে খবর, মৃত এবং অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ বছরের নীচে। প্রেমিকার পুরনো সম্পর্কের জন্য তার সঙ্গে কিশোরের অশান্তি চলছিল গত কয়েক দিন ধরে। তার মধ্যে গত শুক্রবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল বামনগাছির কিশোর। তাদের সঙ্গে আরও কয়েক জন বন্ধু ছিল। সেখানে উপস্থিত ছিল কিশোরীর ‘প্রাক্তন প্রেমিক’। দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে বচসা গড়ায় মারামারিতে। অভিযোগ, গোলাবাড়ি এলাকায় কিশোরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে প্রেমিকার প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুরা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে এলাকায়।
আরও পড়ুন:
রাজ পাণ্ডে নামে মৃতের এক মামা বলেন, ‘‘ওই কিশোরীর সঙ্গে আগে একজনের সম্পর্ক ছিল। সে বামুনগাছি এলাকায় ডেকে পাঠিয়েছিল ভাগ্নেকে। পরিকল্পিত ভাবে ওকে খুন করা হয়েছে। থানায় অভিযোগ করেছি আমরা।’’
জানা যাচ্ছে, লিলুয়া থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তেরা প্রত্যেকেই পলাতক। ত্রিকোণ প্রেম ছাড়া অন্য কোনও শত্রুতার কারণে এই খুন কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।