Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Children Donated Clothes

ছোটদের ভাঁড় ভেঙে পোশাক বিলি বানভাসি খানাকুলে

রবিবার, তৃতীয়ার সকালে এই ছবি দেখা গেল বন্যাবিধ্বস্ত খানাকুলের বলাইচকের নেতাজি সাধারণ পাঠাগারের শিক্ষাকেন্দ্র নেতাজি শিশু নিকেতনের সৌজন্যে।

পোশাক বিলি করছে শিশুরা। রবিবার পাঠাগারে অনুষ্ঠানে।

পোশাক বিলি করছে শিশুরা। রবিবার পাঠাগারে অনুষ্ঠানে।

প্রকাশ পাল
খানাকুল শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৮:০১
Share: Save:

ছেলেমেয়েগুলোর অনেকেরই ঘরবাড়ি ডুবেছিল বন্যার জলে। কেউ মাথা গুঁজেছিল ছাদে ত্রিপল খাটিয়ে, কাউকে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। বাঁধভাঙা জলে হাবুডুবু খেয়েছে বাপ-কাকাদের খেত। ভেসে গিয়েছে পুকুরের মাছ। তবে, লক্ষ্মীর ভাঁড়টা ভেসে যেতে দেয়নি ওরা। পাঠাগারের শিক্ষাকেন্দ্রের মাস্টারমশাই-দিদিমণিদের কথা শুনে সেটি তুলে দিয়েছিল মায়ের হাতে। অভাব সত্ত্বেও মা-ও ভাঁড়ের টাকা খরচ করেননি। সেই টাকায় কেনা পুজোর পোশাক দেওয়া হল প্রান্তিক মানুষদের।

রবিবার, তৃতীয়ার সকালে এই ছবি দেখা গেল বন্যাবিধ্বস্ত খানাকুলের বলাইচকের নেতাজি সাধারণ পাঠাগারের শিক্ষাকেন্দ্র নেতাজি শিশু নিকেতনের সৌজন্যে। শিশুদের জমানো টাকায় কেনা লুঙ্গি, ধুতি, শাড়ি, বারমুডা, জামা পেয়ে গরিব মানুষদের অনেকের চোখে আনন্দের জল! বাচ্চাদের মুখে হাসি।

শিক্ষাকেন্দ্রটি পঞ্চম শ্রেণি পর্যন্ত। পড়ুয়া আড়াইশোর বেশি। তারা সারা বছর ভাঁড়ে টাকা জমায়। সেই টাকা সেপ্টেম্বরের মাঝামাঝি পড়ুয়ার মা এসে পাঠাগারে দিয়ে যান। তা দিয়ে পোশাক কিনে ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বিলি করা হয় ‘দয়ার সাগর’ অনুষ্ঠানে। এ বার ২৬ সেপ্টেম্বরে খানাকুলে ভরা বন্যা। সেই কারণে অনুষ্ঠান পিছিয়ে এ দিন করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khanakul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE