Advertisement
৩০ অক্টোবর ২০২৪
train

ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক, যাত্রীরা নেমে পড়লেন চুঁচুড়ায়

প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর চুঁচুড়ায় নেমে যাওয়া যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের ফলে ধোঁয়া বেরোচ্ছিল ট্রেনটি থেকে।

Train

চুঁচুড়া স্টেশনে ধোঁয়া দেখে ট্রেন থামিয়ে দেন চালক। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১০:২৩
Share: Save:

ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া! আতঙ্কে হুগলির চুঁচুড়া স্টেশনে নেমে পড়লেন যাত্রীরা। শনিবার সকালে কিছু ক্ষণ চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ওই ট্রেন। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির কথা জানায়নি রেল।

পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে শনিবার সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। ওই সময় হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। শেষ কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন কেউ কেউ। খবর পাওয়া মাত্র ট্রেনচালক ট্রেন থামিয়ে দেন। তার মধ্যে যাত্রীরাও ভয়ে-আতঙ্কে নেমে পড়েন ট্রেন থেকে। বেশ কিছু ক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

এর মধ্যে রেলকর্মীরা আসেন ঘটনাস্থলে। রেলকর্মীরা এসে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যান। ওই ট্রেনটিকে আর চালানো যায়নি।

৯টা ৫ মিনিটে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন যাত্রা শুরু করে। অন্য দিকে, প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর চুঁচুড়ায় নেমে যাওয়া যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের ফলে ধোঁয়া বেরোচ্ছিল।

অন্য বিষয়গুলি:

train Hooghly Local Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE