পাইপ ফেটেছে জিটি রোডের তলায়। গ্যালন গ্যালন জল বেরিয়ে যাচ্ছে। ফাটা পাইপ সারাবে কে? এই প্রশ্নেই কেটে যাচ্ছে দিনের পর দিন। হুগলির শ্রীরামপুর, রিষড়া এবং কোন্নগরে এই পরিস্থিতিতে অঢেল জল অপচয় শুধু নয়, জলের ঠেলায় রাস্তা ভেঙে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
সরকারি সূত্রের খবর, শ্রীরামপুরে হাওড়া পুরসভার প্রকল্প থেকে সেখানে জল পাইপের মাধ্যমে জল যায়। মনে করা হচ্ছে, তাদের পাইপ ফেটেই বিপত্তি। পূর্ত দফতর সূত্রের বক্তব্য, পাইপ মেরামত না হলে রাস্তার কাজ করা যাচ্ছে না। হাওড়ার সংশ্লিষ্ট দফতর তাদের জানিয়েছে, ওই পাইপ এখন ব্যবহার হয় না। সারানোর ব্যাপারে তাদের অনীহা রয়েছে।
পূর্ত দফতরের এক আধিকারিক জানান, কোন্নগরের দু’টি এবং শ্রীরামপুর ও রিষড়ার একটি করে জায়গায় এই সমস্যা হয়েছে। পাইপ সারানোর ব্যাপারে সংশ্লিষ্ট পুরসভাগুলিকেও মৌখিক ভাবে জানানো হয়েছে। মহকুমার (শ্রীরামপুর) উন্নয়ন বৈঠকে আলোচনা হয়েছে। পূর্ত দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘জলে বিটুমিন টিকবে না। মানুষের অসুবিধার কথা ভেবে পুজোর সময়ে সারানো হয়েছিল। জলের কারণে ফের রাস্তা ভাঙছে।’’ ওই পাইপে পুরনো ফুটোয় কোনও ভাবে জল ঢুকে এই বিপত্তি হতে পারে বলে অনেকে মনে করছেন।
হুগলি জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, সমস্যা মেটাতে প্রশাসনের তরফে হাওড়া পুরসভার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
শ্রীরামপুরের মাহেশে মাসির বাড়িতে জল বেরিয়ে মাঝরাস্তায় গর্ত হয়েছে। সোমবার বিকেলে এ ব্যাপারে শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, ‘‘বালিতে অবস্থিত ওই দফতরে আমরা চিঠি দিয়েছি। উত্তর পাইনি। প্রয়োজনে আমরাই সারিয়ে দেব।’’ কিছুক্ষণ পরে তিনি বলেন, ‘‘ওই দফতরে ফোনে যোগাযোগ করা হয়েছে। ওরা জানিয়েছে, শীঘ্রই সারিয়ে দেবে।’’
কোন্নগরের বাটা মোড়ে এই সমস্যা সমাধানের দাবিতে ৩১ জানুয়ারি হুগলির জেলাশাসককে চিঠি দেয় নাগরিক সংগঠন অল বেঙ্গল সিটিজেন্স ফোরাম। কাজ না হওয়ায় দিন কয়েক আগে ফের তারা জেলাশাসককে ই-মেল করেছে। প্রতিলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। সংগঠনের সভাপতি শৈলেন পর্বতের প্রশ্ন, ‘‘মানুষের করের টাকায় শোধন করা পানীয় জল এ ভাবে অপচয় হবে কেন?’’
কোন্নগরের পুরপ্রধান স্বপন দাসের বক্তব্য, গত তিন বছরে বার সাতেক ওই জায়গায় পুরসভার তরফে মেরামত করা হয়েছে কয়েক লক্ষ টাকা খরচে। লাভ হয়নি। তিনি বলেন, ‘‘জেলাশাসক, মহকুমাশাসক, পূর্ত দফতরে জানিয়েছি। প্রয়োজনে সব দফতরের সমন্বয়ে সমস্যা চিহ্নিত করে পাকাপাকি ভাবে মেরামত করা দরকার।’’ রিষড়ায় আর কে রোডের সংযোগস্থলে জিটি রোডের তলায় পাইপ ফেটে একই সমস্যা হয়েছে। পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানান, বিষয়টি নিয়ে হাওড়া পুরসভার সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন তাঁরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)