রূপনারায়ণ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হুগলি জেলার খানাকুল-২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। সেখানকার ধান্যঘরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে রূপনারায়ণের জলে। এ পাশাপাশি দ্বারকেশ্বর নদীর জলও ঢুকছে ওই এলাকায়। যার জেরে শনিবার রাত থেকেই জলবন্দি ওই এলাকার বিভিন্ন গ্রামের মানুষ। জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ জলমগ্ন গ্রামের বাসিন্দাদের উদ্ধারের কাজে নেমেছে।
সোমবারই সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ৩৭ জনকে উদ্ধার করে আরামবাগে নিয়ে যাওয়া হয়েছে। ধান্যঘরি গ্রাম পঞ্চায়েতের কাকনান গ্রামেও জল ঢোকে। সোমবার সকালে সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যা কবলিতদের উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিল খানাকুল থানার পুলিশও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy