গোঘাটের গ্রামে প্রধানের বাড়ির ছ’জনের নাম আবাস তালিকায়। — নিজস্ব চিত্র।
আবাস যোজনা প্রকল্পে নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের পরিবারের ৬ জনের। অথচ গ্রামের একাধিক উপযুক্ত উপভোক্তার নাম নেই। তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ বিজেপির। প্রধানের দাবি, সমীক্ষা অনুযায়ী তাঁর পরিবার পেয়েছে, কাউকে আবাস দেওয়ার ক্ষমতা তাঁর নেই। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে।
প্রধানের পরিবারের ছ’জনের নাম আবাস তালিকায় জ্বলজ্বল করতে দেখে ক্ষোভ দানা বেঁধেছে গ্রামে। স্থানীয়দের অভিযোগ, আবাসের জন্য গ্রামে একাধিক উপযুক্ত উপভোক্তা রয়েছেন। তবুও তাঁরা বঞ্চিত। কিন্তু নাম উঠে গিয়েছে প্রধানের বাড়ির লোকেদের। যদিও বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক বলেন, ‘‘যাঁরা সমীক্ষা করেছেন তাঁদের দেখে মনে হয়েছে আমাদের পরিবার পাওয়ার উপযুক্ত। তাই দেওয়া হয়েছে। কাউকে আবাস দেওয়া বা না দেওয়া আমার হাতে নেই। যদি থাকত তা হলে সবার নামই উঠত।’’ তাঁর দাবি, বেঙ্গাই পঞ্চায়েতের ১,০১৪ জনের মধ্যে ৯৪০ জনের নাম এসেছে আবাস তালিকায়।
গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘আমরা তো বার বার বলছি যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিকের পরিবার কোনও ভাবেই যোগ্য না হওয়া সত্ত্বেও ছ’জন পেয়ে গিয়েছেন। অথচ গরিব মানুষ ঘর পাচ্ছেন না। আজ সকলের সামনেই পরিষ্কার, তৃণমূলের উপর থেকে তলার নেতারা দূর্নীতিতে ডুবে আছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy