Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Train Station

Sheoraphuli Subway: ভেঙে পড়েছে শেওড়াফুলি স্টেশনের সাবওয়ের নীচের অংশ, আশঙ্কা দুর্ঘটনার, ক্ষোভ স্থানীয়দের

এই সাবওয়ে দিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী যাতায়াত করেন। পাশাপাশি অনেক গাড়িও চলাচল করে সাবওয়ের নীচে দিয়ে।

সাবওয়ের নীচের ভাঙা অংশ।

সাবওয়ের নীচের ভাঙা অংশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেওড়াফুলি শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৭:০৭
Share: Save:

রক্ষণাবেক্ষণের অভাবে সাবওয়ের উপরে থাকা রেল লাইনের নীচের অংশ থেকে টিনের শেড ভেঙে ঝুলছে। বাঁশ ও দড়ি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে কোনও মতে। আর এর থেকেই যখন তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে শেওড়াফুলি স্টেশনের সাবওয়েতে। এমনই আশঙ্কা থেকে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। রেলের নজরদারির অভাবে এই ঘটনা ঘটছে বলেও অভিযোগ পথচারী এবং গাড়ি চালকদের।

পথচারীদের দাবি, ট্রেন চলাচলের ফলে কম্পনের কারণে টিনের শেড ভেঙে পড়তে পারে। তাই শীঘ্রই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাবওয়ে দিয়ে প্রতি দিন কয়েক হাজার পথচারী যাতায়াত করেন। পাশাপাশি অনেক গাড়িও চলাচল করে সাবওয়ের নীচে দিয়ে। শেওড়াফুলি গঙ্গার ফেরিঘাট দিয়েও ব্যারাকপুরে যাতায়াত করেন বহু মানুষজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE