২৩ দিন পর আবার খুলল মঠের দরজা। ফাইল চিত্র।
আবার খুলে গেল হুগলির কামারপুকুর মঠের দরজা। বুধবার থেকেই দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান পরিদর্শনের। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন মঠ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ভক্তরা সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই মানতে হবে কোভিড বিধি। যাতে শারীরিক দূরত্ব বজায় থাকে, সে দিকে খেয়াল রাখছেন মঠ কর্তৃপক্ষ। দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক পরে মঠে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে মঠের তরফে।
তবে মঠ খুললেও কোনও অতিথি নিবাস খোলা হচ্ছে না। হবে না প্রসাদ বিতরণও। করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া, বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, দর্শনার্থীরা মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন। কেউ সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না। মঠের নির্দিষ্ট নিয়ম মেনেই সবাইকে প্রবেশ করতে হবে। উল্লেখ্য, আবার করোনা স্ফীতি ঊর্ধ্বমুখী থাকায় গত ১০ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয় কামারপুকুর মঠ। ২৩ দিন বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হল মঠের দরজা।
মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দ বলেন, ‘‘মঠের সিদ্ধান্ত অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে পূর্ব নিয়মেই মঠ খুলে দেওয়া হচ্ছে। করোনা বিধি যেমন মানার কথা বলা আছে, তা মেনেই ভক্তরা আসতে পারবেন।’’ মঠ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আবার ভক্ত সমাগম হলে তাঁদের ব্যবসা হবে বলে জানাচ্ছেন মঠ চত্বরে দোকান করা জয়দেব লাহা নামে এক ব্যবসায়ী। তাঁর কথায়, ‘‘আমরা খুব খুশি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy