Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Shantanu Banerjee

শান্তনুর স্ত্রীর নির্মাণ সংস্থায় বিপুল বিনিয়োগ কালীঘাটের কাকুর? তেমনই দাবি ব্যালান্স শিটে

ওই নির্মাণ সংস্থার ব্যালান্স শিটে দেখা যাচ্ছে শান্তনুকে ১০ লক্ষ টাকা এবং প্রিয়াঙ্কার ছেলের নামে থাকা সংস্থা ইভান কনট্রেডকে ২০ লক্ষ করে দু’বারে ৪০ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে।

File image of Shantanu Banerjee and Priyanka Banerjee

শান্তনুর স্ত্রীর নির্মাণ সংস্থায় বিনিয়োগ কালীঘাটের কাকুর! — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ২১:২৭
Share: Save:

নিয়োগকাণ্ডে জেলবন্দি তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় বিপুল বিনিয়োগ কালীঘাটের কাকুর! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ওই সংস্থার ব্যালান্স শিট থেকে। তাতে দেখা যাচ্ছে, ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন ‘কালীঘাটের কাকু’। যদিও ওই ব্যালান্স শিটের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

হুগলির চন্দননগরের সত্যপীর তলায় বহুতল নির্মাণ করছে একটি নির্মাণ সংস্থা। সেই সংস্থার অন্যতম অংশীদার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে ওই নির্মাণ সংস্থার সঙ্গে চন্দননগরের জিটি রোডের পাশে প্রায় ৬ কাঠা জমির উপর বহুতল নির্মাণের চুক্তি হয়। বহুতলের নকশা দিয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়, শুরু হয় বুকিংও।

ওই নির্মাণ সংস্থার ব্যালান্স শিটে দেখা যাচ্ছে ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র তাতে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। ব্যালান্স শিটে দেখা যাচ্ছে শান্তনুকে ১০ লক্ষ এবং প্রিয়াঙ্কার ছেলের নামে থাকা সংস্থা ইভান কনট্রেডকে ২০ লক্ষ করে দু’বারে ৪০ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। আনন্দবাজার অনলাইন সেই ব্যালেন্স শিটের সত্যতা যাচাই করেনি। নির্মাণ সংস্থার অন্যতম অংশীদার ইন্দ্রনীল চৌধুরী জানিয়েছিলেন, তাঁদের তিন জনের বিনিয়োগ রয়েছে সত্যপির তলার প্রকল্পে। সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর বিনিয়োগ প্রসঙ্গে ইন্দ্রনীল জানান, দোকান নেবেন বলে তিনি অগ্রিম দিয়েছিলেন ৪০ লক্ষ টাকা। সমস্ত তথ্যই ইডিকে দেওয়া হয়েছে বলেও দাবি ইন্দ্রনীলের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE