প্রতীকী ছবি
অ্যাপ খুললেই জানা যাবে গোটা জেলার পথচিত্র। জানা যাবে কোন রাস্তা মসৃণ, আর কোন রাস্তা খানা খন্দে ভরা। এমনই এক অ্যাপ তৈরি করছে হুগলি জেলা পরিষদ। অ্যাপ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জেলা পরিষদের পূর্ত দফতর সূত্রে খবর।
হুগলি জেলা পরিষদের অধীনে প্রায় এক হাজার কিমি রাস্তা রয়েছে চারটি মহকুমায়। অনেক সময় রাস্তার অবস্থা বেহাল হয়ে গেলে পূর্ত দফতর তা জানতে পারে না। সাধারণ মানুষ অভিযোগ করেন রাস্তার অবস্থা নিয়ে। এ বার অ্যাপের মাধ্যমে জেলা পরিষদে বসেই জানা যাবে রাস্তার হাল হকিকত। কোন রাস্তার বর্তমানে কী অবস্থা, কোন রাস্তা কতদিন আগে তৈরি, কোন ঠিকাদার বরাত পেয়েছিলেন, কত টাকা খরচ হয়েছিল।
জেলা পরিষদগুলো নিজেদের তহবিল ছাড়াও বাংলা সড়ক যোজনা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন (আরআইডিএফ) ও রাজ্য সরকারের টাকায় রাস্তা তৈরি করে। এই রাস্তাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। বিভিন্ন প্রকল্পের অধীনে রাস্তা হওয়ায় অনেক সময় বুঝতে অসুবিধা হয় কোন রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে। তাই জেলা পরিষদ চাইছে রাজ্য পূর্ত দফতরও এই ধরনের অ্যাপ তৈরির কথা ভাবুক। অ্যাপের সাহায্যে একটা রোড ব্যাঙ্ক তৈরি হবে। যেখানে রাস্তার সব তথ্য থাকবে। অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোও যাবে।
হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘জেলা পরিষদের সমস্ত রাস্তাকেই এই অ্যাপের আওতায় আনা হবে। রাস্তার হাল-সহ সমস্ত তথ্য পাওয়া যাবে। জেলার প্রত্যন্ত গ্রামের কোনও রাস্তা যদি খারাপ হয়ে থাকে তারও ছবি পাওয়া যাবে। রাস্তা অল্পদিনেই খারাপ হয়ে গেলে ঠিকাদারকে দিয়ে সারাই করানো যাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy