হাওড়া পুরসভা। ফাইল চিত্র।
আর হাতেকলমে কাজ নয়। সশরীরে পুরসভায় গিয়ে দফতরে দফতরেও ঘুরতে হবে না। হাওড়ায় এ বার বাড়ির নকশার আবেদন ও অনুমোদন গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। বৃহস্পতিবার থেকেই তা শুরু করে দিল হাওড়া পুরসভা। আরও স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বাড়ির নকশায় অনুমোদন দিতেই ‘ই-গৃহ নকশা’ ব্যবস্থা চালু করা হল।
লক্ষ্য মূলত দু’টি। প্রথমত, দ্রুত কাজ সেরে ভাঁড়ারে রাজস্ব আনা। দ্বিতীয়ত, যথাসম্ভব দুর্নীতি রুখে স্বচ্ছ পন্থায় পরিষেবা নিশ্চিত করা। এই জোড়া লক্ষ্যেই অনলাইনে বাড়ির নকশা দেওয়া শুরু করেছে হাওড়া পুরসভা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, কাগজপত্র ঠিকঠাক থাকলে ১৪ দিনের বাড়ির নকশায় অনুমোদন দেওয়া হবে। বাড়ির নকশার আবেদন যে ওয়েবসাইটে জানাতে হবে, সেটি হল— www. obpsudma.wb.gov.in। আবেদন করলে তা স্ক্রুটিনির পর হাওড়া পুরসভার কাছে আসবে। পুরসভার তরফেই সেটি অনুমোদনের পর অনলাইনে আবেদনকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘অনলাইন আবেদনে সব কাগজপত্র ঠিক থাকলে ১৪ দিনের মধ্যে বাড়ির প্ল্যানের অনুমোদন দিয়ে দেওয়া হবে। তার মধ্যে আমাদের বিল্ডিং বিভাগের সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়র ও আধিকারিকেরা এলাকা পরিদর্শন করবেন। অনলাইনে কাজ হলে তাতে স্বচ্ছতা আরও বাড়বে। অনেক দ্রুত বাড়ির নকশা অনুমোদিত হবে। আবেদনকারীর কাছে কোনও কাগজপত্র চাওয়া হলে তিনি সেটি অনলাইনেই জমা করতে পারবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy