এক মাধ্যমিক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে হাজির হলেন অন্য এক তরুণী। যদিও পরীক্ষা শুরু হওয়ার আগেই তাঁকে ধরে ফেলেন পরীক্ষকেরা। অভিযুক্তকে হুগলির চণ্ডীতলা থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কোন পরীক্ষার্থীর হয়ে তিনি পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন, তাঁর পরিচয় কী, সবই খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, চণ্ডীতলার গরলগাছা হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তিনি ভুয়ো পরীক্ষার্থী। এ-ও জানা গিয়েছে, কুমিরমোরা আরকেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হয়। কিছু ক্ষণের মধ্যে পরীক্ষাকেন্দ্র থেকে ওই তরুণীকে বার করে থানায় নিয়ে যায় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, তরুণীর পরিচয় কী, কার হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন, সব খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, হুগলির চাকুন্দি হাই স্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র গুলিয়ে ফেলে অসুবিধায় পড়ে। সুখিয়া খাতুন নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র পড়েছে কানাইপুর হাই স্কুলে। কিন্তু পরীক্ষাকেন্দ্র কোথায় বুঝতে না পেরে সে চাকুন্দি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে।বিষয়টি নজরে আসে ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনমের। তিনি সেখানে কর্তব্যরত ট্র্যাফিক ইনস্পেক্টরকে বিষয়টি জানান। ছাত্রীর অ্যাডমিট কার্ড দেখে সৌরভ ব্রহ্মচারী নামে ট্র্যাফিক অফিসার তাকে বাইকে বসিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। চাকুন্দি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কানাইপুর হাই স্কুল। পুলিশের সহযোগিতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে ছাত্রীটি।
আরও পড়ুন:
সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন। ছাত্র পরীক্ষার্থী ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫, ৯৫ জন।