Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
ঘরে ঘরে জল
Rain Water Harvest

বৃষ্টির জলের উপর নির্ভরতা বাড়ুক, মত পরিবেশবিদদের

সম্প্রতি রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যের কথায় উঠে এসেছে প্রতিটি বাড়িতে জল পৌঁছনোর প্রকল্প, ‘জল জীবন মিশনে’ এ রাজ্যের স্থান একেবারে পিছনে। জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না জানান, জলের বিষয়টি রাজ্যের অধীন। এখনও পর্যন্ত গ্রামবাংলার ৫০.৯৭ শতাংশ পরিবার নলবাহিত জল পাচ্ছে। এ বিষয়ে হুগলির পরিস্থিতি খতিয়ে দেখল আনন্দবাজার।

ভদ্রেশ্বর পুরসভার টিকিয়াপাড়ায় প্রকল্প।

ভদ্রেশ্বর পুরসভার টিকিয়াপাড়ায় প্রকল্প। নিজস্ব চিত্র।

গৌতম বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:৪৪
Share: Save:

গঙ্গা পারের প্রায় দু’লক্ষ বাসিন্দার শহর চন্দননগরে দু’টি জলপ্রকল্প রয়েছে। একটি বোড়াইচণ্ডীতলায় এবং অপরটি গোন্দলপাড়ায়। দু’টি মিলিয়ে ১১ মেগা গ্যালন জল উৎপাদিত হয় পুরসভার ৩৩টি ওয়ার্ডে। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওই এলাকার ৮০ শতাংশে পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর। মোট ৫৮ হাজার বাড়িতে ফেরুল (জল সংযোগ) লাগানোর কাজ করতে হবে পুর কর্তৃপক্ষকে। সেই কাজও
শুরু হয়েছে।

পুরসভার নিজস্ব ভূ-গর্ভস্থ পাম্প রয়েছে ৪৭টি। এরপরও কিন্তু জল সরবরাহের ঘাটতির অভিযোগ রয়েছে পুরসভার মোট ৭টি ওয়ার্ডে। সেগুলি হল ১৭, ২২, ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০। তার মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডের গর্জি এলাকায় জলের সমস্যা সবথেকে বেশি। এ বিষয়ে পুরসভার ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, ‘‘কিছু জায়গায় জলের চাপের সমস্যা রয়েছে। তার মানে এই নয়, শহরবাসী জল পান না। আমরা সর্তক আছি। কাজ চলছে। যে’টুকু সমস্যা রয়েছে, ভবিষ্যতে তাও থাকবে না।’’

চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে মাটির নীচে পাইপ বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এই এলাকায় গঙ্গার জল পরিশুদ্ধ করার প্রকল্পই এখনও হয়নি। উত্তরপাড়ার-কোতরং এলাকার জল প্রকল্প থেকে সেখানে জল পৌঁছে যাবে। পুরপ্রধান সুরেশ মিশ্র বলেন, ‘‘আমাদের এলাকায় মোট ১ লক্ষ ৪০ হাজার মানুষের বাস। আশা করছি, উত্তরপাড়া প্রকল্পের জল এলে এখানে পরিশুদ্ধ পানীয় জলের
সমস্যা মিটবে।’’

চাঁপদানির থেকে ভদ্রেশ্বরের পরিস্থিতি ভাল। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ায় গঙ্গা থেকে জল তুলে নিজস্ব প্রকল্পের কাজ চালু হয়েছে বছর দুই আগে। পুরপ্রধান প্রলয় চক্রবর্তী বলেন,‘‘পুরসভার ২২টা ওয়ার্ডের মধ্যে পাইপ বসানোর কাজ ৯৫ শতাংশ হয়ে গিয়েছে। মোট ১০ হাজার বাড়িতে ফেরুল লাগানোর কাজও হয়ে গিয়েছে ইতিমধ্যে।’’

যদিও পরিবেশবিদদের পরামর্শ, মাটির নীচে জলস্তর রক্ষায় জলের অপচয় কমানোর পাশাপাশি স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানে বৃষ্টির জলের উপর নির্ভরতা বাড়াতে হবে। পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন,‘‘জলের অপচয়ের ব্যাপারে মানুষকে সজাগ করার ক্ষেত্রে পুরসভাগুলির অভিযান চালানো উচিত। যে সব পুরসভা বাড়ি বাড়ি জলের মিটার বসানোর জরুরি কাজ করে ফেলেছে, তাদের সাধুবাদ প্রাপ্য।’’ (চলবে)

অন্য বিষয়গুলি:

Bhadreshwar Environmentalist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy