Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Child Trafficking Racket

সদ্যোজাত শিশু কেনাবেচার চক্র! ঠাকুরপুকুরের মুকুল-মানিক ধরা পড়লেন আর এক ‘দম্পতি’র ফাঁদে

রবিবার সকালে দুরন্ত এক্সপ্রেস থেকে শালিমার স্টেশনে নেমেছিলেন মানিক এবং মুকুল। তাঁদের সঙ্গে ছিল দু’দিন বয়সের শিশু। স্টেশনেই হাতেনাতে ধরা পড়েন দু’জন।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৪:০৮
Share: Save:

শিশু পাচারকারী দম্পতি হাতেনাতে ধরা পড়লেন আর এক ‘দম্পতি’র হাতে!

নিঃসন্তান দম্পতি সেজে যোগাযোগ করেছিলেন সিআইডি আধিকারিকেরা। বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি মানিক হালদার এবং তাঁর স্ত্রী মুকুল সরকার। শিশু বিক্রির বিষয়টি চূড়ান্ত করে ফেলেন তাঁরা। স্থির হয়, টাকার বিনিময়ে দম্পতির হাতে শিশুকন্যাকে তুলে দেবেন মানিক এবং মুকুল। রবিবার হাওড়ার শালিমার স্টেশনে শিশুটিকে নিয়ে নামতেই ঘটে বিপত্তি। মানিক এবং মুকুলকে হাতেনাতে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকেরা। আর এ ভাবেই আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের হদিস মিলল। সিআইডি সূত্রে খবর, গয়া থেকে দু’দিন বয়সি শিশুকন্যাকে চুরি করে এনে এ রাজ্যে পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। ধৃত মানিক এবং মুকুলকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছেন তদন্তকারী আধিকারিকেরা।

(বাঁদিকে) মানিক হালদার। মুকুল সরকার (ডান দিকে)।

(বাঁদিকে) মানিক হালদার। মুকুল সরকার (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাদের দুই আধিকারিক নিঃসন্তান দম্পতি সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সঙ্গে ছিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। শেষ পর্যন্ত চার লক্ষ টাকায় তাঁদের কাছে শিশু বিক্রি করতে রাজি হন অভিযুক্তেরা। রবিবার সকালে দুরন্ত এক্সপ্রেস থেকে শালিমার স্টেশনে নেমেছিলেন মানিক এবং মুকুল। গয়া থেকে ওই ট্রেনে চেপেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিল দু’দিন বয়সের শিশুও। স্টেশনে ওত পেতে বসেছিলেন সিআইডি আধিকারিকেরা। সেখানেই মানিক এবং মুকুলকে হাতেনাতে ধরেন তাঁরা। উদ্ধার হওয়া শিশুটিকে শিশুকল্যাণ কমিটির মাধ্যমে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে।


সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত মানিকের বয়স ৩৮ বছর। মুকুলের বয়স ৩২ বছর। তাঁরা কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। অভিযোগ, গয়া থেকে চুরি করেছিলেন শিশুকন্যাকে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও শিশু পাচারের অভিযোগ রয়েছে। এই শিশু পাচার চক্রে আর কে বা কারা জড়িত, তার তদন্তে আধিকারিকেরা।

অন্য বিষয়গুলি:

Child Trafficking Racket Howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE