পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন রেলের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে রেল কর্তৃপক্ষের পদক্ষেপ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার ওই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিংহ।
গত ২৭ ফেব্রুয়ারি শ্রীরামপুর স্টেশন থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশিকা জারি করে রেল। সেই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পূর্ব রেলের হাওড়া শাখার হকার ইউনিয়ন। আগে বিচারপতি অমৃতা সিংহ রেলের এই পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। বিচারপতির নির্দেশ ছিল, হকারদের রেলের এলাকায় ব্যবসা করার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে। বুধবার শুনানির সময় হকারদের আইনজীবীরা অনুপস্থিত থাকায় আদালতের নির্দেশ মতো কোনও নথিপত্র দেখানো হয়নি। রেলের আইনজীবী (অ্যাডিশনাল সলিসিটর জেনারেল) অশোককুমার চক্রবর্তী জানান যে, আদালতের নির্দেশ মতো আবেদনকারীরা নিজেদের সপক্ষে নথিপত্র দেখাতে পারেননি রেলের হাওড়া শাখার ম্যানেজারের কাছে।
রেলের আইনজীবীর অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে রেলের জমি দখল করে ব্যবসা চালানো হচ্ছে। এরপরই বিচারপতি অমৃতা সিংহ স্থগিতাদেশের নির্দেশ সরিয়ে রেল কর্তৃপক্ষকে শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে বেআইনি দখলদার উচ্ছেদে পদক্ষেপ করার নির্দেশ দেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)