Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

সংরক্ষণের জেরে তৃণমূলের পঞ্চায়েতে প্রধান বিজেপির

পঞ্চায়েতের একমাত্র মহিলা উপজাতি সংরক্ষিত আসনে পূর্ণিমার কাছে তৃণমূলের লক্ষ্মীমণি হাঁসদা ৯০ ভোটে হেরে গিয়েছিলেন।

BJP Panchayat Head Purnima mandi

সালেপুর -১ পঞ্চায়েতের বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা মান্ডি। নিজস্ব চিত্র Sourced by the ABP

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ০৯:২৪
Share: Save:

প্রধানের আসনটি মহিলা উপজাতি সংরক্ষিত। ওই আসনে তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছেন। ফলে হুগলির আরামবাগ ব্লকের সালেপুর-১ পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে ১০টিতে জিতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানের পদটির দাবিদার হয়েছেন বিজেপির পূর্ণিমা মান্ডি। পঞ্চায়েতের একমাত্র মহিলা উপজাতি সংরক্ষিত আসনে পূর্ণিমার কাছে তৃণমূলের লক্ষ্মীমণি হাঁসদা ৯০ ভোটে হেরে গিয়েছিলেন।

মাথার উপর বিরোধী দলের প্রধান প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শিশির সরকার বলেন, “বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি। পূর্ণিমাকেই আমরা এখন প্রধান করে নেব। পঞ্চায়েতের আইন মেনে ছ’মাস পর আমাদের কোনও আসনে জয়ী প্রার্থীকে পদত্যাগ করিয়ে উপজাতিভুক্ত প্রার্থীকে জয়ী করে আনা হবে।’’

সংরক্ষণের নিয়ম নিয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় বলেন, “উপজাতি সংরক্ষিত আসনটি নিয়ে আইনে যে ব্যবস্থা আছে, তাই হবে। তবে আমাদের তরফে পুনর্গণনার দাবি জানানো হয়েছে।”

পুনর্গণনা প্রসঙ্গে ব্লক নির্বাচন দফতর থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ হবে। বিরোধী প্রধানের নির্বাচন নিয়ে ব্লক প্রশাসন থেকে জানানো গিয়েছে, আইন অনুযায়ী সংরক্ষিত আসনে জয়ী প্রার্থীরই প্রধান হওয়ার কথা।

প্রধানের দায়িত্ব পেয়ে পূর্ণিমা কী কী কাজ করবেন সেই তালিকা করে ফেলেছেন। বছর কুড়ির ওই দিনমজুর মহিলা বলেন, “দ্বারকেশ্বর নদের গায়েই সমস্ত গ্রামে পর্যাপ্তনিকাশি নালা, পানীয় জলের সুরাহা, নদের পাড় মজবুত করতে চাই।’’ পাশাপাশি তাঁর দাবি, ‘‘যতদিন প্রধান থাকব দলমত নির্বিশেষে সকলের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেব। এতদিন বিরোধী বলে তৃণমূল অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। সেটা যে ঠিক নয়, সকলকে বুঝিয়ে দেব।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023 BJP TMC Arambagh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy